করোনা আর বই লঞ্চ নিয়ে প্রথমবার মুখ খুললেন রবি শাস্ত্রী, কোহলিদের হয়ে জবাবদিহি কোচের

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট বাতিল হয়ে যাওয়ার পর থেকেই নানা বিতর্ক সামনে এসেছে। একদিকে যেমন ইংরেজ প্রাক্তন ক্রিকেটাররা দায়ী করতে শুরু করেছেন আইপিএলকে, তেমনই আবার উঠে এসেছে রবি শাস্ত্রীর করোনা আক্রান্ত হবার প্রসঙ্গও। এর জন্য অনেকেই দায়ী করেছেন তার একটি বই প্রকাশ অনুষ্ঠানকে।

লর্ডস টেস্টে চলাকালীন ১ সেপ্টেম্বর লন্ডনে নিজের বই প্রকাশের জন্য একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। এই অনুষ্ঠানে ‘স্টার গেজিং: দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ’ নামক বইটি প্রকাশ করেন তিনি। এরপর ৬ সেপ্টেম্বর পরীক্ষা করে দেখা যায় তিনি করোনা আক্রান্ত। তার সাথে সাথে বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরের রিপোর্টও পজেটিভ আসে। যার জেরে ম্যানচেস্টার টেস্টের আগেই জানিয়ে দেওয়া হয়েছিল দলের সঙ্গে থাকতে পারবেন না তারা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দলের ফিজিও যোগেশ পারমারও কোভিড আক্রান্ত হওয়ায় শেষ পর্যন্ত বাতিল হয় ম্যানচেস্টার টেস্ট।

এই ঘটনাক্রমের দিকে তাকালেই স্বাভাবিকভাবেই রবি শাস্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠানটি নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই মনে করছেন, ভারতীয় শিবিরে করোনার হানার প্রধান কারণ হয়ে উঠেছে এই অনুষ্ঠান। এবার এই ঘটনায় মুখ খুললেন রবি শাস্ত্রী। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, “এর সঙ্গে আমার বই প্রকাশ অনুষ্ঠানের কোন সম্পর্ক নেই। পুরো দেশটাই তো খোলা। প্রথম টেস্ট থেকেই যে কোনও কিছু হতে পারত।”

Ravi Shastri 1200

প্রসঙ্গত উল্লেখ্য যোগেশ পারমারের করোনা রিপোর্ট পজেটিভ আসার পর দলের খেলোয়াড়দেরও আরটিপিসিআর পরীক্ষা করা হয়েছিল। যদিও কেউই করোনা আক্রান্ত হননি। তাই সকলেই মনে করেছিল হয়তো নির্ধারিত সময়েই শুরু হবে না ম্যানচেস্টার টেস্ট। কিন্তু অবশেষে ঝুঁকির কথা মাথায় রেখে বাতিল করে দেওয়া হয় এই টেস্ট ম্যাচটি।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর