প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ওয়ানডে ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন ইংল্যান্ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর দীর্ঘ দিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন তিনি আর এবার ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী সাংবাদিক সম্মেলনে এসে ওয়ানডে ক্রিকেট থেকে ধোনির অবসর নেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন।
বিশ্বকাপের পর দীর্ঘদিন ক্রিকেট মাঠে না ফেরায় ইতিমধ্যেই ধোনির অবসর প্রসঙ্গে জল্পনা শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। এবার সেই বাড়তে থাকা জল্পনায় উস্কে দিলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন অনেকদিন আগেই ধোনি টেস্ট ক্রিকেট ক্যারিয়ার শেষ করে দিয়েছেন। আর এবার হয়তো ধোনি তার ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ার শেষের মুখে দাঁড়িয়ে রয়েছেন। তবে এই বয়সে ধোনি যে এতদিন ক্রিকেট চালিয়ে গিয়েছেন এই ব্যাপারটাকে শ্রদ্ধা করা উচিত সকলের। সেই সাথে শাস্ত্রী জানিয়েছেন ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মানে এই নয় যে থেকে ধোনি পুরোপুরিভাবে ক্রিকেট অবসর নিয়েছেন অর্থাৎ ধোনি যে তার টিটোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন সেটাই বোঝাতে চাইলেন রবি শাস্ত্রী।
কিছুদিন আগে ধোনির বিশ্বকাপে সুযোগ পাওয়ার ব্যাপারে শাস্ত্রী জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে ধোনি ক্রিকেট থেকে দূরে রয়েছেন। হয়তো ধোনি আইপিএলে নিজেকে মেলে ধরবেন। আর ধোনির আইপিএলের পারফরমেন্সই বলে দেবে ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন? না কি খেলবেন না।