সৌরভের BCCI সভাপতি পদ থেকে অপসারণের কারণে উচ্ছসিত শাস্ত্রী, শুভেচ্ছা জানালেন বিনিকে

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় যে আর বিসিসিআই সভাপতি থাকছেন না সেই বিষয়টা সকলের কাছেই পরিষ্কার হয়ে গিয়েছে। কোনও তরফ থেকে দাবি করা হচ্ছে যে সৌরভ এবার আইসিসি চেয়ারম্যান হওয়ার পথে পা বাড়াচ্ছেন, সেই উদ্দেশ্যেই তাকে বিসিসিআই সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আবার অন্য তরফ থেকে দাবি করা হচ্ছে যে তিনি বিসিসিআই সভাপতি থাকাকালীন ভারতীয় দলের পারফরম্যান্সে কোন অভূতপূর্ব উন্নতি দেখা যায়নি। সেই কারণেই সরিয়ে দেওয়া হচ্ছে তাকে। তবে সৌরভকে সরিয়ে রজার বিনির নতুন বিসিসিআই সভাপতি হওয়ার ঘটনায় যদি কেউ সবচেয়ে বেশি খুশি হয়ে থাকেন তাহলে তিনি হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রবি শাস্ত্রী বলেছেন, “আমি অত্যন্ত খুশি এই ঘটনায়। রজার বিনি আমার প্রাক্তন জাতীয় দলের সতীর্থ। আগে কর্ণাটক রাজ্য ক্রিকেটের সভাপতির দায়িত্ব সামলে এসেছেন। তাই এই চ্যালেঞ্জটি তার কাছে বিশাল কঠিন কোনও কাজ হতে পারে না। আমার মনে হয় দায়িত্ব নেওয়ার পর ও যখন ওর ইচ্ছার কথা বলবে তখন সবাইকে ওর কথা শুনতে হবে। আমি চাইবো ও খেলাটাকে ফের দর্শকবান্ধব করে তুলুক যাতে লোকে ফের মাঠে আসতে ভরসা পায়।”

সৌরভের পরে ভারতীয় ক্রিকেটের মসনদে বসতে চলা রজার বিনি এখন ৬৭ বছর বয়সী। দেশের জার্সিতে তিনি ২৭টি টেস্ট খেলে ৪৭টি উইকেট নিয়েছেন। ১৯৮৩ বিশ্বকাপে তিনি আটটি ম্যাচ খেলে নিয়েছিলেন ১৮ টি উইকেট। শুধু ভারতীয় দলের না, ওই বিশ্বকাপে সমস্ত দলের মধ্যেই সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন তিনি।

রজার বিনির পুরো নাম হলো রজার মিচেল হামফ্রে বিনি। তিনি ভারতীয় জাতীয় দলের প্রথম অ্যাংলো ইন্ডিয়ান ক্রিকেটার। ১৯৫৫ সালের ১৯শে জুলাই জন্মগ্রহণ করা বিনি ঘরোয়া ক্রিকেটের কর্নাটকের হয়ে মাঠে নেমেছিলেন। টেস্টের পাশাপাশি তিনি ৭২টি ওডিআই ম্যাচ খেলে ৭৭টি উইকেটও নিয়েছেন। এরপর তিনি ২০০০ সালে যুবরাজ সিং, মহম্মদ কাইফ সমৃদ্ধ অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলকে কোচিং করিয়ে বিশ্বকাপ জিতেছেন। তারপরে বেশ কিছুকাল বাংলা রঞ্জি দলের কোচিংয়ের দায়িত্ব সামলেছেন।

আপাতত সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে বিসিসিআই, সেখানে প্রেসিডেন্ট পদে থাকছেন বিনির নাম। রাজীব শুক্লা থাকছেন সহ-সভাপতি হিসেবে। জয় শাহই ফের হবেন সচিব। দেবোজিৎ সাইকিয়া হবেন যুগ্ম সচিব।

সম্পর্কিত খবর

X