এবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির মধ্যে যে সম্পর্ক খুব একটা ভালো নয় সেটা কারুরই অজানা নেই। কিন্তু এবার সেই সমস্ত অতীত ভুলে সৌরভ গাঙ্গুলিকে প্রশংসায় ভরিয়ে দিলেন রবি শাস্ত্রী।
এইদিন রবি শাস্ত্রী বলেন সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন তাই ওনার জন্য অনেক শুভ কামনা রইল। সেই সাথে বলেন সৌরভ বরাবরই একজন দক্ষ নেতা তাই এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব সৌরভের হাতে যাওয়ার ফলে ভারতীয় ক্রিকেটের আরও উন্নতি হবে। কয়েক বছর আগেই সৌরভ ক্রিকেট প্রশাসকের দায়িত্ব এসেছেন আর এই কদিনের মধ্যেই তিনি বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে গেলেন। এর থেকে বোঝা যায় যে সৌরভের হাতে ভারতীয় ক্রিকেট সঠিক দিশা পাবে। সেই সাথে রবি শাস্ত্রী বলেন যে এই মুহূর্তে ভারতে ক্রিকেট কিছুটা হলেও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আর তাই এখন ভারতীয় ক্রিকেট কে সঠিক দিশা দেখানোর জন্য সৌরভের মতো একজন দক্ষ নেতার প্রয়োজন ছিল।
সেই সাথে রবি শাস্ত্রী মনে করেন যে সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার ফলে ক্রিকেটের যেমন মান বৃদ্ধি পাবে তেমনি সুন্দরভাবে গড়ে উঠবে ক্রিকেটের পরিকাঠামো। সেই সাথে জাতীয় ক্রিকেটারদের পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটারদেরও উন্নতি হবে বলে তিনি জানান। অর্থাৎ পরোক্ষভাবে ঘরোয়া ক্রিকেটারদের বেতন পরিকাঠামো উন্নয়নের জন্য সৌরভ গাঙ্গুলী যে সিদ্ধান্ত নিয়েছেন তাকেই সাপোর্ট করলেন রবি শাস্ত্রী।