রোহিতের অজুহাত শুনে মেজাজ হারালেন রবি শাস্ত্রী! ‘IPL ছেড়ে দাও’ মন্তব্য প্রাক্তন কোচের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Team India) অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে। গত ১০ বছর ধরে ভারতীয় দল ধোনি, কোহলি এখন রোহিত, কারোর নেতৃত্বেই কোন আইসিসি ট্রফি জিততে পারেনি। এই ফাইনালে হারের পরও ভারতীয় সমর্থকরা ভেঙে পড়েছেন। কিন্তু এবার রোহিত শর্মার বিরুদ্ধে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।

রোহিত শর্মা এই ফাইনালটি হারের পর বেশ কয়েকটি অজুহাত দিয়েছিলেন। তিনি একটি ম্যাচের বদলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তিন ম্যাচের একটি সিরিজ হিসেবে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। সেই সঙ্গে আইপিএলের ঠিক পরেই এবং ইংল্যান্ডের মাঠেতেই কেন এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে সেই নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

Bcci rohit

এবার রোহিত শর্মার এই অজুহাত দেখে মেজাজ হারালেন শাস্ত্রী। তিনি বলেছেন, “বাস্তবতা হচ্ছে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির জন্য আপনি ২০ দিন সময় পাবেন না। এবারের মতো হলে আপনাকে আইপিএল থেকে সরে দাঁড়াতে হবে। এখন সিদ্ধান্ত পুরোটাই ক্রিকেটারদের। যদিও এই ব্যাপারে একটা নির্দিষ্ট নিয়মের দরকার আছে।”

তিনি আরও বলেছেন, “আমি নিশ্চিত যে বিসিসিআই এই ব্যাপারে চিন্তাভাবনা করবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি প্রতিবারই আইপিএল ফাইনালের পর জুন মাসে হয়, আর দলও যদি ফাইনালে ওঠে সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিদের সাথে বোর্ডের একটা সমঝোতায় আসা উচিত।”

অনেকেই মনে করছেন না সমস্যা জায়গাটা হল যে বিরাট কোহলি, রোহিত শর্মার মত মহাতারকাদের বাদ দিয়ে আইপিএল আয়োজিত হলে সেই আইপিএল এর জনপ্রিয়তা বেশ কিছুটা হ্রাস পাবে। সেই কারণেই ফ্র‍্যাঞ্চাইজিগুলো কোনওদিনও এই সিদ্ধান্ত মেনে নেবেন না। যদি খেলোয়াড় নিজেরা টুর্নামেন্টের মাঝপথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা মাথায় রেখে সরে দাঁড়ান, সেটা অবশ্য আলাদা ব্যাপার। এক্ষেত্রে কারোর কোনও মন্তব্য করার জায়গা থাকবে না।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর