অপ্রতিরোধ্য অশ্বিন! গড়লেন দুর্ধর্ষ রেকর্ড, ছুঁয়ে ফেললেন কিং কোহলিকেও

বাংলা হান্ট ডেস্ক: চেন্নাইতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে একতরফাভাবে জিতেছে টিম ইন্ডিয়া। নতুন হেড কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় দল ২৮০ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করে। এদিকে, এই টেস্টে যিনি সবথেকে বেশি নজর কেড়েছেন তিনি হলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির পর বাংলাদেশি ব্যাটিং লাইনআপকেও ধ্বংস করে দেন তিনি।

নজির গড়লেন অশ্বিন (Ravichandran Ashwin):

১১৩ রানের গুরুত্বপূর্ণ সেঞ্চুরি এবং ৬ উইকেট নেওয়া এই খেলোয়াড়কে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়। এদিকে, হোম গ্রাউন্ডে টানা দ্বিতীয়বারের মতো প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন অশ্বিন (Ravichandran Ashwin)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল অশ্বিন চেন্নাই টেস্টে নতুন রেকর্ডও গড়েছেন।

   

তিনি ষষ্ঠ ভারতীয় খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ টি প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব জিতেছেন। এই কিংবদন্তি অলরাউন্ডার এখনও পর্যন্ত ১১০ টি টেস্ট ম্যাচে ১০ টি প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। ভারতের প্রাক্তন কিংবদন্তি খেলোয়াড় অনিল কুম্বলের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন অশ্বিন (Ravichandran Ashwin)। যেখানে ১৩২ টি টেস্ট ম্যাচে কুম্বলে ১০ টি প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন।

আরও পড়ুন: রুদ্ধশ্বাস লড়াই শেষে মিলল সেরার শিরোপা! দলীপ ট্রফিতে চ্যাম্পিয়ন হল এই দল

বিরাট-জাদেজার রেকর্ড স্পর্শ করলেন অশ্বিন: জানিয়ে রাখি, বর্তমানে এই তালিকায় প্রথম স্থানে রয়েছে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকারের নাম। ২০০ টি টেস্ট ম্যাচে ১৪ বার এই পুরস্কার জিতেছিলেন সচিন। তাঁর পরেই রয়েছেন রাহুল দ্রাবিড়। যিনি ১৬৩ টি টেস্ট ম্যাচে ১১ বার এই সম্মান জিতেছেন। এছাড়াও, রবীন্দ্র জাদেজা (৭৩ টি টেস্ট) এবং বিরাট কোহলি (১১৪ টি টেস্ট) ১০ বার করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এমতাবস্থায়, অশ্বিনের (Ravichandran Ashwin) কাছে এখনও অনেক সুযোগ রয়েছে। যার মাধ্যমে তিনি সচিন তেন্ডুলকারের রেকর্ডও ভাঙতে পারেন। শুধু তাই নয়, রাহুল দ্রাবিড়ের রেকর্ডের সমান হতে মাত্র এক ধাপ দূরে রয়েছেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ জয়! WTC ফাইনালের আরও কাছে পৌঁছল টিম ইন্ডিয়া, জানুন সমীকরণ

এছাড়াও, অশ্বিন (Ravichandran Ashwin) আরও একটি নজির গড়েছেন। যেখানে প্রথম ইনিংসে কোনও উইকেট না নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ছয় বা তার বেশি উইকেট নেওয়ার কাজটি করেছেন অশ্বিন। উল্লেখ্য যে, রবিচন্দ্রন অশ্বিন এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে এমন কীর্তি গড়েন। ভেঙ্কটেশ প্রসাদই একমাত্র বোলার যিনি অশ্বিনের আগে এই রেকর্ড গড়েছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর