বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL থেকে অবসর ঘোষণা করেছেন। কিন্তু ক্রিকেটের প্রতি তাঁর অনুরাগ যথেষ্ট রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ৩৮ বছর বয়সী অশ্বিন এবার গ্লোবাল T20 লিগে তাঁর নতুন ইনিংস শুরু করতে পারেন।সম্প্রতি খবর এসেছে যে, অশ্বিন সংযুক্ত আরব আমিরশাহীতে সম্পন্ন হতে চলা ILT20 লিগের পরবর্তী মরশুমে খেলার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, নিলামে তাঁর নাম রাখার কথাও বিবেচনা করছেন। তবে, এরই মধ্যে, আরও একটি বড় তথ্য প্রকাশ পেয়েছে।
বড় প্রস্তাব পেলেন অশ্বিন (Ravichandran Ashwin):
অশ্বিনের কাছে বড় প্রস্তাব এসেছে: ক্রিকবাজের এক রিপোর্ট অনুযায়ী, অশ্বিন (Ravichandran Ashwin) অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (BBL) অংশগ্রহণের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করছেন। এটি তাঁর জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। যদি এমনটা ঘটে, সেক্ষেত্রে তিনি BBL-এ অংশগ্রহণকারী প্রথম তারকা ভারতীয় ক্রিকেটার হতে পারেন।
BCCI-এর নিয়ম অনুসারে, সক্রিয় ভারতীয় খেলোয়াড়রা বিদেশি T20 লিগে অংশগ্রহণ করতে পারবেন না। যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, অশ্বিন (Ravichandran Ashwin) এখন এই সুযোগ পেয়েছেন।
আরও পড়ুন: “জীবনে এমন দিনের জন্য…”, বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় এই প্রথম সামনে এল বিরাট কোহলির প্রতিক্রিয়া
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ক্রিকেট অস্ট্রেলিয়া (CA)-র সিইও টড গ্রিনবার্গ বর্তমানে অশ্বিনের সঙ্গে এই সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। গ্রিনবার্গ অশ্বিনকে ফোন করে জানিয়েছেন যে, একটি সম্ভাব্য চুক্তির কাজ চলছে এবং চুক্তিটি বাস্তবায়িত হওয়ার জন্য তিনি আনন্দও প্রকাশ করেছেন। এছাড়াও, গ্রিনবার্গ আত্মবিশ্বাসী যে, এটা ঘটবে। গ্রিনবার্গ ক্রিকবাজকে বলেন, “বিগ ব্যাশে অশ্বিনের (Ravichandran Ashwin) মতো একজন খেলোয়াড়ের আসা অনেক দিক থেকেই দুর্দান্ত হবে। তিনি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার. যিনি বিগ ব্যাশ এবং আমাদের ক্রিকেট সামারে অনেক কিছু নিয়ে আসবেন।”
আরও পড়ুন: চিনার পার্কের হোটেলে অগ্নিকাণ্ড! খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিকরা, করা হল মারধর
এই দলের অংশ হতে পারেন: এমতাবস্থায়, ক্রিকেট অস্ট্রেলিয়া (CA)-র সিইও টড গ্রিনবার্গ এবং অশ্বিনের আলোচনা কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা। কিছু সূত্র অনুযায়ী, অশ্বিন (Ravichandran Ashwin) তিনি এই লিগের অংশ হন, সেক্ষেত্রে তিনি মেলবোর্নে যেতে পারেন। তবে, গ্রিনবার্গের পরবর্তী পদক্ষেপ হল ক্লাব এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে একটি প্রস্তাব প্রস্তুত করা। যেটি তিনি অশ্বিনের কাছে নিয়ে যেতে পারেন।