ভারতের জার্সিতে অনন্য মাইলফলক ছুঁলেন জাদেজা! ভাগ বসালেন কপিল দেবের কীর্তিতে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইন্দোর টেস্টে (Indore Test) কিছুটা বেকায়দায় ভারতীয় দল (Team India)। নাগপুর এবং দিল্লীতে দাপট দেখিয়ে জয়ের পর ইন্দোরে আচমটাই ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে ব্যাকফুটে চলে গিয়েছে ভারত। প্রথম দিন থেকেই বল প্রায় এক হাত করে ঘুরছে। অস্ট্রেলিয়ার লিয়ন এবং দুই অনভিজ্ঞ স্পিনার যেভাবে ভারতীয় ব্যাটিংকে চুরমার করে ১০৯ রানে তাদের অলআউট করে দিয়েছে, তা দেখে অনেকেই চিন্তায়। অপরদিকে প্রতিবেদনটি লেখার সময় অস্ট্রেলিয়া ৩০ ওভার ব্যাটিং করে ১০০ রান করে তুলেছে মাত্র ১ উইকেট হারিয়ে।

ভারতের হয়ে সেই একমাত্র উইকেটটি পেয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ডেভিড ওয়ার্নারের চোটের কারণে এই টেস্টে ওপেন করার সুযোগ পাওয়া ট্র‍্যাভিস হেডকে এলবিডব্লিউ করেছেন তিনি। তিন নম্বরে ব্যাটিং করতে নামা মার্নাস লাবুশানের উইকেটটি ও সহজেই চলে এসেছিল তার ঝুলিতে কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় যে ওই ডেলিভারিটির নো বল ছিল। ফলে জীবন দান পান অস্ট্রেলিয়া তারকা ব্যাটার।

jadeja virat

এই উইকেটটি ছিল জাদেজার আন্তর্জাতিক কেরিয়ারের ৫০০ তম উইকেট। গত দিল্লি টেস্টে তিনি ২৫০ টেস্ট উইকেটের গন্ডি অতিক্রম করেছেন। এবার সব ধরনের ফরম্যাট মিলিয়ে এই মাইলফলক ছুঁলেন তারকা অলরাউন্ডার। সেইসঙ্গে একটি বিরল কীর্তি গড়ে ফেলেছেন তিনি যা করে দেখানোর গৌরব আগে ছিল শুধুমাত্র একজন ভারতীয় ক্রিকেটারের।

দ্বিতীয় ভারতীয় অলরাউন্ডার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫,০০০ রান এবং ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়ে দেখিয়েছেন জাদেজা। এটি ছিল তার ২৯৮ তম আন্তর্জাতিক ম্যাচ। যদিও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি এই ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে। তার আগে এই কীর্তি ছিল শুধুমাত্র ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেবের।

কপিল দেব নিজের কেরিয়ারে ৩৫৬ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দুটি ফরম্যাট মিলিয়ে। এই সময়ে তার ঝুলিতে এসেছে মোট ৬৮৭ টি উইকেট। তার নামের পাশে রয়েছে ৯,০৩১ রানও। এই দুর্দান্ত পরিসংখ্যান ছাড়াও প্রথম অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বজয়ের স্বাদ উপহার দিয়েছিলেন কিংবদন্তি কপিল। ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরাদের মধ্যে তার নাম থাকবে প্রথমের সারিতেই।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর