আর লাগবে না আঙুলের ‘ছাপ! খুব শিগগিরই রেশন বণ্টনে চালু হচ্ছে নতুন নিয়ম

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপর থেকেই আর লাগবে না আঙুলের ‘ছাপ’। রেশন বণ্টনের (Ration Distribution) ক্ষেত্রে নয়া ব্যবস্থা হিসেবে এবার থেকে রেটিনা স্ক্যানের (Retina Scan) উপরেই ভরসা রাখা হবে। আগামী মাস থেকেই রাজ্যে ‘রেটিনা টেস্ট’ পদ্ধতি চালু করা হবে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই, কয়েকটি রেশন দোকানকে মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে অবশ্য রেশন গ্রাহকদের রেটিনা স্ক্যান করে আধার নম্বর (Aadhaar number) নিশ্চিতকরণ হতে চলেছে।

সূত্রের খবর, বাংলাকেই এই নয়া বন্দোবস্ত চালু করার ক্ষেত্রে প্রথম রাজ্য হিসেবে ধরা হচ্ছে। রাজ্যের জেলা এবং শহরে যে সমস্ত বিধিবদ্ধ রেশনের ডিলার রয়েছে তাদের প্রত্যেকটির মধ্যে থেকে পাঁচটি দোকানে এই নতুন প্রকল্প চালু করার পরিকল্পনা করা হয়েছে। রেশন ডিলারদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিশদে বুঝিয়ে দেওয়া হবে বলেও তথ্য মিলেছে। একটি বেসরকারি দায়িত্বপ্রাপ্ত সংস্থা মেশিন বসানোর সাথে সাথেই যাবতীয় সুযোগ সুবিধার কথা জানাবে।

প্রায় ২১ হাজার রেশন দোকানে এই রেটিনা স্ক্যান মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলি রেটিনা স্ক্যানিংয়ের মেশিন লাগাতে চলেছে তারা খাদ্যশয্যের উপর নির্ধারিত কমিশন পেতে চলেছে। রেশন ডিলারদের একাংশের কথায়, “প্রযুক্তির বিষয় রয়েছে। আমাদের পর্যাপ্ত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। গ্রাহকদের সুবিধার জন্য আমরা সমস্ত পদক্ষেপ করতে রাজি। স্বচ্ছভাবে সকলের কাছে রেশন পৌঁছে যাক, এমনটাই চাই।”

ration

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে আধার নম্বর নিশ্চিত করার জন্য রেশন দোকানে বায়োমেট্রিক পদ্ধতিই অন্যতম ভরসা ছিল। অর্থাৎ আঙুলের ছাপ দিয়েই তা নিশ্চিত করা যেত। কিন্তু, এইভাবে বহু ক্ষেত্রেই সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদেরকে। আর সেই কারণেই রেটিনা পরীক্ষা করার ভাবনাচিন্তা শুরু হয়েছে। রাজ্যের সমস্ত রেশন দোকানগুলিকে এই পদ্ধতির আওতায় আনার জন্য উদ্যোগ নিচ্ছে সরকার। রেটিনা স্ক্যান করার মাধ্যমে রেশন দেওয়ার প্রক্রিয়া চালু হলে পুরো প্রক্রিয়াতে স্বচ্ছতা আসবে বলে আশাবাদী রাজ্য সরকার।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর