বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত বছরের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময় তিনি হাঁটুতে চোট পেয়েছিলেন। ওই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাকে ওই চোটের জন্য এবং পরে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপেও নামতে পারেননি। পরীক্ষা করে দেখা গিয়েছিল যে তার হাঁটুতে অস্ত্রোপচার প্রয়োজন। তাই ভারতীয় দল যখন নিজেদের বিশ্বকাপের অভিযানে ব্যস্ত তখন রবীন্দ্র জাদেজা মাঠ থেকে অনেকটাই দূরে ছিলেন।
অপারেশন সফল হবে শেষ হওয়ার পর বেশ কয়েকদিন হাঁটতেও সমস্যা হচ্ছিল তার। প্রয়োজন পড়ছিল সাহায্যের। এই চোটের কারণেই তিনি গত বছরের শেষ দিকে বাংলাদেশ সফর এবং চলতি বছরের শুরুর দিকে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের অংশ হতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ফেরার আগে সৌরাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন একটি রঞ্জি ম্যাচ। সেখানে বল হাতে ভেলকি দেখিয়েছিলেন তারকা অলরাউন্ডার।
আজ ছিল তার বহু প্রতিক্ষিত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মুহূর্ত এবং সেই ম্যাচে অন্তত প্রথম দিনে এখনো অবধি সেরা পারফর্মার তিনি নিজেই। বল হাতে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে আজ তছনছ করে দিয়েছিলেন স্যার রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে দুই মূল স্তম্ভ মার্নাস লাবুশানে এবং স্টিভ স্মিথ, যারা ধীরে ধীরে বিপজ্জনক হয়ে উঠতে শুরু করেছিলেন, তাদের দুজনকেই আজ সস্তায় ফেরত পাঠিয়েছেন জাদেজা।
প্রথম ইনিংসের শেষে তার বোলিং ফিগার দাঁড়িয়েছে ২২-৮-৪৭-৫। পিছে হালকা টার্ন থাকলেই যে তিনি বিপজ্জনক হয়ে ওঠেন এই কথাটা ভালোভাবেই জানতেন অজিরা। সেই অনুযায়ী প্রস্তুতিও নিয়েছিলেন তারা। কিন্তু আসল সময় দেখা গেল অজিদের কোনও প্রস্তুতি কাজে এলো না। তারকা অলরাউন্ডারকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হলো অজি ব্যাটিং লাইন-আপকে।
আজ জাদেজা এবং অশ্বিনের (৩/৪২) দাপটে অস্ট্রেলিয়া মাত্র ১৭৭ রানে অলআউট হয়েছে। এরপর প্রথম দিনের শেষে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের উইকেট খুলে ভারতীয় দল ৭৭ রান তুলতে পেরেছে। অর্ধশতরান করে ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত। সঙ্গে আছেন নাইটওয়াচম্যান অশ্বিন। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার কাঁধে কত বড় লিড চাপিয়ে দিতে পারবে ভারত তা নিয়েই আপাতত জল্পনা চলছে।