বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) আজ এশিয়া কাপে (2023 Asia Cup) সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশের। রোহিত শর্মারা টুর্নামেন্টের ফাইনালের টিকিট আগেই নিশ্চিত করে নিয়েছিল পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে। সাকিব আল হাসানের বাংলাদেশও টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল পরপর দুটি ম্যাচ হেরে। আজকের এই ম্যাচ খাতায়-কলমে ছিল নিয়ম রক্ষার।
সেই নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশকে শুরুর দিকে কিছুটা বিপাকে ফেললেও ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে সাকিব আল হাসানরা দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। হৃদয়, সাকিব, নাসুমরা অসাধারণ ব্যাটিং করে ভারতের বিরুদ্ধে ২৬৬ রানের স্কোর তুলতে পেরেছিল। এই প্রথম চলতে এশিয়া কাপে ভারত কোন দলকে অলআউট করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ প্রথম দল যারা ২০২৩ সালের এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে সম্পূর্ণ ৫০ ওভার ব্যাটিং করতে পেরেছে।
সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছেন। যখন মনে হচ্ছিল তিনি শতরান করতে চলেছেন ঠিক তখনই রবীন্দ্র জাদেজার শিকার হয়ে তিনি ড্রেসিংরুমে ফেরেন। আর এই উইকেটটি ছিল ভারতের তারকা অলরাউন্ডারের ২০০ তম ওডিআই উইকেট।
তবে যাদের যা বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক ব্যাটারকে ড্রেসিংরুমে ফেরালেও খুব একটা ভালো বোলিং করেছেন এমনটা বলা যাবে না। নিজের ১০ ওভারে ৫৩ রান দিয়ে মাত্র ১টি উইকেট পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে মাঝের ওভারগুলিতে হৃদয়, সাকিবরা অত্যন্ত সহজেই রান তুলেছেন।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভক্তদের জন্য বিশেষ উপহার BCCI-এর! এবার সরাসরি চ্যাট করুন কোহলি, রোহিতদের সাথে
তবে এদিন কপিল দেবের একটি রেকর্ড ছুঁয়ে ফেলেছেন জাদেজা। কেবলমাত্র দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাটে তিনি ২০০০ রান এবং ২০০ উইকেট তোলা অলরাউন্ডারে পরিণত হয়েছেন তিনি। তবে চলতি এশিয়া কাপে তার ব্যাট এখনো অবধি গর্জে ওঠেনি। বল হাতে অবশ্য ধারাবাহিকভাবে উইকেট তুলে চলেছেন তিনি।