বড় খবর! EMI সংক্রান্ত স্বস্তির ঘোষণা করল রিজার্ভ ব্যাংক

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস লকডাউনের মধ্যেই জনগনকে স্বস্তি দিল রিজার্ভ ব্যাংক ( RBI)। আর.বি.আই এর গভর্নর শক্তিকান্ত দাস ( shakti kanta das) সাংবাদিক সম্মেলনে ই.এম.আই (EMI) ও রেপো রেট ( Repo Rate) সংক্রান্ত বড় ঘোষণা করলেন। এর ফলে ক্রমাগত রক্তক্ষরণ হয়ে চলা অর্থনৈতিক সংকট থেকে বেশ কিছুটা স্বস্তি পাবে দেশবাসী।

rbi shaktikanta das
লোন স্থগিত রাখার বিষয়ে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক

রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী ৩ মাস ই.এম.আই স্থগিত রাখা হয়েছে। আগের ঘোষনায় জুন মাসের ১ তারিখের বদলে অগস্ট এর ৩১ তারিখের পর ই.এম.আই জমা দিতে হত গ্রাহকদের। এবার তা আরো ৩ মাস বাড়ল। সব মিলিয়ে ৩১ মার্চ ২০২১ এর আগে ই.এম.আই দিতে হবে না গ্রাহকদের।

রেপো রেট কমালো আর.বি.আই

পাশাপাশি শক্তিকান্ত দাস রেপো রেট কমানোর ঘোষনাও করেছেন। বর্তমানে রেপো রেট ০.৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে আর.বি.আই, যার ফলে বর্তমান রেপো রেট ৪ শতাংশ হল। এর ফলে গাড়ি, বাড়ি প্রভৃতি সব ধরনের লোনেই অনেক কম সুদ গুনতে হবে গ্রাহককে।

ব্যবসায়ীদের জন্য বড় ঘোষনা

SIDBI কে অতিরিক্ত ৯০ দিন সময় দেওয়া হল ১৫ হাজার কোটি টাকা খরচ করার জন্য। পাশাপাশি এক্সপোর্ট ক্রেডিট টাইমও ১২ থেকে ১৫ মাস করা হয়েছে।

পাশাপাশি আজ রিজার্ভ ব্যাংকের গভর্ণর শক্তিকান্ত দাস জানিয়েছে, যে বিশ্বের সব থেকে বড় সংস্থার ঘোষনা অনুযায়ী এবছর দেশের জি.ডি.পি বৃদ্ধির হার ঋণাত্মক হতে পারে।

সম্পর্কিত খবর