ব্যাঙ্কগুলিতে ইদের ছুটি বাতিল করল RBI, কিন্তু কেন? সামনে এল কারণ

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত ব্যাঙ্ককে (Bank) আগামী ৩১ মার্চ তারিখে কাজ করার নির্দেশ দিয়েছে। RBI (Reserve Bank Of India)-র মতে, এই নির্দেশ প্রদান করা হয়েছে যাতে ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ দিনে ব্যাঙ্কিং পরিষেবাগুলিতে কোনও বাধা না পড়ে এবং সমস্ত সরকারি লেনদেন সময়মতো সম্পন্ন করা যায়। এছাড়া রেকর্ডে কোনও ধরণের আর্থিক অনিয়ম বা বৈষম্য যাতে না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।

কেন ব্যাঙ্কগুলিতে (Bank) ইদের ছুটি বাতিল করল RBI?

সাধারণত, হিমাচল প্রদেশ এবং মিজোরাম ব্যতীত রমজান-ইদের (ইদ-উল-ফিতর) কারণে বেশিরভাগ রাজ্যে ৩১ মার্চ ব্যাঙ্ক (Bank) বন্ধ থাকে। কিন্তু অর্থবর্ষের শেষ দিন হওয়ায় সরকার চায় যে সমস্ত সরকারি রাজস্ব আদায়, অর্থপ্রদান এবং অন্যান্য আর্থিক নিষ্পত্তি এই দিনেই সম্পন্ন করা হোক। যাতে কোনও বাধা ছাড়াই নতুন অর্থবর্ষ শুরু করা যায়।

কোন কোন ব্যাঙ্কিং পরিষেবাগুলি ৩১ মার্চ চালু থাকবে: RBI-এর নির্দেশ অনুসারে, যে পরিষেবাগুলি ৩১ মার্চ অব্যাহত থাকবে সেগুলি হল সরকারি করের প্রদান (আয়কর, জিএসটি, কাস্টম ডিউটি, এক্সাইজ শুল্ক) সরকারি পেনশন এবং ভর্তুকি প্রদান, সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বিতরণ, সরকারি স্কিম এবং ভর্তুকি সম্পর্কিত পাবলিক লেনদেন।

RBI cancels Eid holidays in banks.

১ এপ্রিল ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে: তবে, ১ এপ্রিল ২০২৫ তারিখে (মঙ্গলবার), অ্যানুয়াল অ্যাকাউন্ট ক্লোজিংয়ের কারনে কারণে বেশিরভাগ রাজ্যে ব্যাঙ্ক (Bank) বন্ধ থাকবে।শুধুমাত্র মেঘালয়, ছত্তিশগড়, মিজোরাম, পশ্চিমবঙ্গ এবং হিমাচল প্রদেশে ব্যাঙ্ক খোলা থাকবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: মহাকাশে হবে ধামাকা! একসাথে প্রস্তুতি নিচ্ছে NASA-ISRO, আমেরিকায় বিরাট ঘোষণা মোদীর

ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা অব্যাহত থাকবে: জানিয়ে তিনি যে, ট্যাক্স পেমেন্ট থেকে শুরু করে অনলাইন ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফান্ড ট্রান্সফারের মতো বিভিন্ন ডিজিটাল পরিষেবা চালু থাকবে। যদিও, গ্রাহকদের তাদের নিজ নিজ ব্যাঙ্কের সাথে নিশ্চিত করতে হবে যে তাঁদের ব্যাঙ্কে (Bank) ডিজিটাল লেনদেন সুষ্ঠুভাবে চলবে কি না।

আরও পড়ুন: ব্রহ্মোসের পর এবার সুপার পাওয়ারফুল সাবমেরিন! চিনের ঘুম ওড়াতে বড়সড় প্রস্তুতি নিচ্ছে ভারতের “বন্ধু”

RBI-এর এই সিদ্ধান্তের প্রভাব: প্রসঙ্গত উল্লেখ্য যে, RBI-এর এই পদক্ষেপ এটাই নিশ্চিত করে যে সরকারি রাজস্ব আদায়ে কোনো বাধা থাকা উচিত নয়। এর পাশাপাশি ব্যাঙ্কিং (Bank) পরিষেবাগুলির মসৃণভাবে কাজ করা উচিত এবং কোনও সরকারি অর্থপ্রদান মুলতুবি থাকা উচিত নয়। এমতাবস্থায়, সমস্ত প্রয়োজনীয় আর্থিক নিষ্পত্তি অর্থবর্ষের শেষ দিনে সম্পন্ন করা হবে। তাই, ব্যাঙ্কিং গ্রাহকদের এই সিদ্ধান্তের কথা মাথায় রেখে তাঁদের ব্যাঙ্কিং কার্যক্রমের পরিকল্পনা করে রাখতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর