দেশের এই তিন ব্যাঙ্ক সবথেকে সুরক্ষিত, ডুববে না একটা টাকাও! তালিকা প্রকাশ করল RBI

বাংলাহান্ট ডেস্ক : ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে আমজনতার বড় দুঃসময় চলছে। একই সঙ্গে ব্যাঙ্কগুলিতে কমছে সুদের হার। ফলে, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে সাধারণ মানুষ ব্যাঙ্কে টাকা রাখার বিষয়ে সাধারণ মানুষ নিরুৎসাহিত বোধ করছেন। তবে এই জটিল পরিস্থিতিতেও আজও আর্থিক নিরাপত্তার খাতিরে সকলেই ভরসা রাখেন ব্যাঙ্কের উপর।

এদিকে, সরকারি ও বেসরকারি মিলিয়ে ব্যাঙ্কে কোটি কোটি গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহর্তে ভারতে প্রাইভেট সেক্টর ব্যাংকের (Private Sector Banks in India) সংখ্যা ২১ ও পাবলিক সেক্টর ব্যাংকের সংখ্যা (Public Sector Banks in India) ১২। এখন প্রশ্ন হল, এর মধ্যে কোন কোন ব্যাঙ্কে আপনার টাকা রাখা সবচেয়ে নিরাপদ?

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) ইতিমধ্যেই সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কগুলির নাম প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে HDFC, ICICI এবং SBI। অত্যন্ত কড়া নজরদারির পরেই ব্যাংকের তালিকা ঘোষণা করা হয়েছে। এই ব্যাঙ্কগুলির উপর বিশেষ গুরুত্ব সহকারে নজর রাখবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এক্ষেত্রে স্থায়ী আমানত রাখার জন্য কোনো চিন্তা করতে হবেনা।

banks kGyH

 

আরবিআই বিবৃতি দিয়ে জানিয়েছে,স্টেট ব্যাঙ্ক, এইচডি এফসি ব্যাঙ্ক এবং আইআইসিআই ব্যাঙ্কের মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা নেই। তাদের কৌশলগত গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের (Domestic Systemically Important Banks/D-SIBs) তালিকায় রাখা হয়েছে। এই তালিকায় রাখার অর্থ হল, অর্থনৈতিক দুরাবস্থা এলেও সরকার এবং RBI তিনটি ব্যাংককে নিরাপদে রাখবে। ফলে ঝুঁকি আরো কমে গিয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর