অবশেষে আশার সঞ্চার করলেন খোদ RBI গভর্নর! মুদ্রাস্ফীতির প্রসঙ্গে জানালেন চমকপ্রদ তথ্য

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির (Inflation) চাপে রীতিমতো জর্জরিত সাধারণ মানুষ। এমনকি, এর ফলে প্রতিনিয়তই দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের। যার ফলে সরাসরি পকেটে টান পড়ছে আমজনতার। তবে, এবার একটি আশার খবর শোনালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। ইতিমধ্যেই তিনি এই মূল্যবৃদ্ধির বিষয়টিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে আশা প্রকাশ করে জানিয়েছেন যে, গত অক্টোবরে মুদ্রাস্ফীতির হার ৭ শতাংশের কম হবে।

উল্লেখ্য যে, গত সেপ্টেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার বেড়ে ৭.৪ শতাংশে দাঁড়িয়েছিল। পাশাপাশি, গত আগস্টে এটি ছিল ৭ শতাংশে। মূলত, খাদ্য ও জ্বালানি পণ্যের দাম বৃদ্ধির কারণে এই বৃদ্ধি ঘটে। পাশাপাশি, গভর্নর বিগত ছয়-সাত মাসে সরকার এবং কেন্দ্রীয় ব্যাঙ্ক কর্তৃক গৃহীত একাধিক পদক্ষেপের জেরে অক্টোবরে মুদ্রাস্ফীতির হ্রাসের প্রসঙ্গে আশা প্রকাশ করেছেন।

মুদ্রাস্ফীতি আর্থিক বৃদ্ধিকে প্রভাবিত করে: এই প্রসঙ্গে এক অনুষ্ঠানে শক্তিকান্ত দাস জানান, মুদ্রাস্ফীতি দুই থেকে ছয় শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা পরিবর্তন করার দরকার নেই। কারণ মুদ্রাস্ফীতির হার ছয় শতাংশের উপরে থাকলে তা অর্থনৈতিক বৃদ্ধিতে প্রভাব ফেলবে। উল্লেখ্য যে, আরবিআই গভর্নরের নেতৃত্বে মুদ্রানীতি কমিটিকে (এমপিসি) মুদ্রাস্ফীতির হার দুই থেকে ছয় শতাংশের মধ্যে রাখার দায়িত্ব অর্পণ করেছে কেন্দ্রীয় সরকার।

অক্টোবরের পরিসংখ্যান ৭ শতাংশের কম হবে: এমতাবস্থায়, ভারতীয় অর্থনীতি সম্পর্কে জানাতে গিয়ে আরবিআই গভর্নর জানিয়েছেন যে, বিশ্বব্যাপী চলা একাধিক অস্থিরতার মধ্যে, ভারতের সামগ্রিক অর্থনৈতিক মৌলিক বিষয়গুলি শক্তিশালী রয়েছে এবং অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনাগুলিও ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি, তিনি আরও জানান, “আমরা আশা করছি অক্টোবরে মুদ্রাস্ফীতির হার সাত শতাংশের কম হবে। মুদ্রাস্ফীতি একটি উদ্বেগের বিষয়। যা আমরা এখন কার্যকরভাবে মোকাবিলা করছি”।

rbi revoked the license of united cooperative bank

মুদ্রাস্ফীতি কমাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অক্টোবর মাসের মুদ্রাস্ফীতির তথ্য সোমবার প্রকাশ করা হবে। গভর্নরের মতে, গত ছয়-সাত মাসে, আরবিআই এবং সরকার উভয়েই মুদ্রাস্ফীতি কমাতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এছাড়াও, তিনি জানান, আরবিআই তার পক্ষ থেকে সুদের হার বাড়িয়েছে এবং সরকারও কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর