ফের কড়া অ্যাকশনে RBI! এই ৪ টি ব্যাঙ্ককে করা হল কয়েক লক্ষের জরিমানা, আপনার অ্যাকাউন্ট নেই তো?

বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে ব্যাঙ্কিং পরিষেবাকে সঠিক এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে প্রায়শই বিভিন্ন নিয়ম জারি করে RBI (Reserve Bank Of India)। পাশাপাশি, সেই নিয়মগুলি সঠিকভাবে মেনে চলতে হয় প্রতিটি ব্যাঙ্ককেই। এমনকি, নিয়মগুলি পালন না করলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে জরিমানা করে RBI।

সেই রেশ বজায় রেখেই এবার আরও ৪ টি ব্যাঙ্ককে জরিমানা করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই প্ৰসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, RBI ৪ টি কো-অপারেটিভ ব্যাঙ্কের ওপর জরিমানা আরোপ করেছে। মূলত, রেগুলেটরি কমপ্লায়েন্সে ত্রুটির কারণে ওই কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির ওপর এই জরিমানা আরোপ করা হয়েছে।

RBI imposed a fine of several lakhs on these 4 banks

এই ব্যাঙ্কগুলি হয়েছে জরিমানার সম্মুখীন: ওই ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে লালবাগ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, দ্য কো-অপারেটিভ ব্যাঙ্ক অফ মেহসানা লিমিটেড, হরিজ নাগরিক সহকারী ব্যাঙ্ক লিমিটেড এবং দ্য ন্যাশনাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড।

আরও পড়ুন: মিলল মন্ত্রিসভার অনুমোদন! এবার ৬৯,৬৯২ টি শূন্যপদে হবে শিক্ষক নিয়োগ, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

লালবাগ সমবায় ব্যাঙ্ককে ৫ লক্ষ টাকার জরিমানা: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভাদোদরার লালবাগ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ৫ লক্ষ টাকার জরিমানা করেছে। এই প্রসঙ্গে RBI জানিয়েছে যে, ওই ব্যাঙ্ক শুধুমাত্র প্রুডেনশিয়াল ইন্টার-ব্যাঙ্ক (গ্রস) এক্সপোজার সীমাই লঙ্ঘন করেনি বরং তার পাশাপাশি প্রুডেনশিয়াল ইন্টার-ব্যাঙ্ক কাউন্টার পার্টি এক্সপোজার সীমাও লঙ্ঘন করেছে।

আরও পড়ুন: এবার এই বিশেষ পরিষেবা শুরু করল SBI! মিলবে বড় সুবিধা, লাভবান হবেন বহু মানুষ

এছাড়াও, ওই ব্যাঙ্কটি ওভারডিউ রেকারিং এবং টার্ম ডিপোজিটের ম্যাচুরিটির তারিখ থেকে রি-পেমেন্টের তারিখ পর্যন্ত প্রযোজ্য হারে সুদ দিতে ব্যর্থ হয়েছে। এর পাশাপাশি, কেন্দ্রীয় ব্যাঙ্ক মেহসানা কো-অপারেটিভ ব্যাঙ্কের ওপর ৩.৫০ লক্ষ টাকার জরিমানা আরোপ করেছে। এছাড়াও, হরিজ নাগরিক সহকারী ব্যাঙ্ক লিমিটেডকে ৩ লক্ষ টাকা এবং মুম্বাইয়ের দ্য ন্যাশনাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে RBI।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর