বাংলাহান্ট ডেস্ক : টালমাটাল অবস্থা কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) কোপে পড়েছে এই ব্যাঙ্ক। দুই দিনের মধ্যে উধাও হয়ে গিয়েছে 47,000 কোটি টাকা। এতদিন পযর্ন্ত দেশের চতুর্থ বৃহত্তম ব্যাংক হিসেবে কোটাক মাহিন্দ্রার সুনাম ছিল। সেই জায়গা দখল করলো Axis Bank। বলা বাহুল্য, নিজের জায়গা হারালো কোটাক মাহিন্দ্রার মত জনপ্রিয় এই বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান।
এই বছরেই গত 24শে এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করে। কোটাক মাহিন্দ্রাকে নতুন অনলাইন এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নতুন গ্রাহক সংযুক্তিকরণ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেয় রিজার্ভ ব্যাংক। শুধু তাই নয়, অনলাইন আবেদনের ভিত্তিতে গ্রাহকদের ক্রেডিট কার্ড দেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ করা হয়।
আরোও পড়ুন : দুঃসংবাদ! ATM থেকে টাকা তুললেই এবার এক্সট্রা খরচ, ১ মে থেকেই কপাল চাপড়াবেন আমজনতা
রিজার্ভ ব্যাংকের নির্দেশিকার এমন খবর সামনে আসার পর থেকেই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের স্টকের গ্রাফ নামতে থাকে। বৃহস্পতি এবং শুক্রবার, এই দুইদিনে সবমিলিয়ে 13 শতাংশ শেয়ারের দর পড়ে যায় কোটাক মাহিন্দ্রা ব্যাংকের। 25 তারিখ 20 শতাংশ স্টক নেমে যায়। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় 1,614.70 টাকায় নেমে যায় শেয়ারের দর।
আরোও পড়ুন : এই রাজ্যটিই সবচেয়ে ধনী ভারতে! পশ্চিমবঙ্গের কোন পজিশন? লিস্ট দেখলে অবাক হবেন আপনিও
চলতি আর্থিক বর্ষে বহু সংস্থার ইতিমধ্যে চতুর্থ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, অ্যাক্সিস ব্যাঙ্ক জানুয়ারি থেকে মার্চের মধ্যে দুর্দান্ত ফলাফল করেছে। জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাস 7,130 কোটি টাকা ছিল সংস্থাটির নিট মুনাফার পরিমান। অ্যাক্সিস ব্যাঙ্কের 5,728.4 কোটি টাকা লোকসান হয়েছিল 2023-র জানুয়ারি থেকে মার্চের মধ্যে।
তবে প্রশ্ন উঠছে, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের বিরুদ্ধে হঠাৎ এত বড় পদক্ষেপ কেন গ্রহণ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? আরবিআই সূত্রে খবর, 2022 ও 2023-র IT ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ভেন্ডর রিস্ক ম্যানেজমেন্ট ও ডেটা সিকিউরিটিতে গুরুতর ঘাটতি খুঁজে পাওয়া গিয়েছে। সেই ঘাটতি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক তাড়াতাড়ি মিটিয়ে ফেলার আশ্বাস দিয়েছে। যদিও আপাতত গ্রাহকদের উপর প্রভাব পড়বে না বলে জানা গিয়েছে।