বাংলাহান্ট ডেস্ক : এবার আরবিআই এর কোপে পেটিএম পেমেন্টস ব্যাংক। আগামী ২৯ শে ফেব্রুয়ারির পর থেকে পরিষেবা দিতে পারবে না এই সংস্থা। অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্টট্যাগে কোনও ধরনের টাকা জমা দেওয়া বা ক্রেডিট লেনদেন করা যাবে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) বুধবার এ কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে।
তবে গ্রাহকের টাকা যদি পেটিএম অ্যাকাউন্টে টাকা জমা থাকে সেটি ব্যবহার করা যাবে। এই নিয়ম কার্যকর হবে সেভিংস এবং কারেন্ট দুই ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রেই। দেশের শীর্ষ ব্যাংক নিষেধাজ্ঞা জারি করেছে পেটিএমের অভিভাবক সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশন লিমিটেড, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড (পিবিবিএল)-এর উপরেও।
আরোও পড়ুন : এক্কেবারে কম সুদ, সঙ্গে পাবেন স্পেশাল ডিসকাউন্ট! হোম লোনে দুর্দান্ত অফার SBI’র
কিন্তু কেন এমন পদক্ষেপ গ্রহণ করল তারা? আরবিআই জানাচ্ছে, এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ‘ক্রমাগত নিয়ম লঙ্ঘন’ এবং তত্ত্বাবধানের অভাবে। তবে এই নিষেধাজ্ঞার ফলে সমস্যা হবে না পেটিএমের ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই লেনেদেনে। গ্রাহকরা আগের মতোই ইউপিআই পরিষেবা ব্যবহার করতে পারবেন Paytm অ্যাপের মাধ্যমে।
পিবিবিএলকে রিজার্ভ ব্যাংক ২০২২ সালে নির্দেশ দেয় যে নতুন করে গ্রাহক যুক্ত করা যাবে না। তারপর থেকেই অনেকে মনে করছিলেন যে কোনও সময় নিষেধাজ্ঞা জারি হতে পারে পেটিএম-এর উপর। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। যদিও এর প্রভাব ইউপিআই লেনদেনের ক্ষেত্রে পড়বে না বলেই জানা গেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেনি পেটিএম সংস্থা কিংবা এটির প্রধান বিজয়শেখর শর্মা।