এক্কেবারে কম সুদ, সঙ্গে পাবেন স্পেশাল ডিসকাউন্ট! হোম লোনে দুর্দান্ত অফার SBI’র

বাংলাহান্ট ডেস্ক : আমাদের সকলেরই স্বপ্ন থাকে নিজের একটি বাড়ি তৈরি করার। তবে নগদ টাকার অভাবে সেই স্বপ্ন অনেক সময় থমকে যায়। কিন্তু ব্যাংকের হোম লোন আপনার সেই স্বপ্ন পূরণ করতে পারে। আজকাল বহু মানুষ হোম লোনের সাহায্যে তৈরি করছেন নিজের বাড়ি। সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান গৃহঋণ দিয়ে থাকে।

এই প্রতিবেদনে আমরা এমন একটি খবর আপনাদের দিতে চলেছি যা শুনলে আপনারা আনন্দে লাফিয়ে উঠবেন। অত্যন্ত কম সুদে গৃহঋণ বা হোম লোনের অফার সম্পর্কে আজ আমরা আপনাদের জানাব। গৃহঋণে বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংকের (State Bank of India) হোম লোনের এই অফার সম্পর্কে জানতে মন দিয়ে পড়ুন এই প্রতিবেদনটি।

আরোও পড়ুন : বাজেটের আগে দুঃসংবাদ! এক ধাক্কায় অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

স্টেট ব্যাংকের হোম লোন (Home Lone) ক্যাম্পেইনে অফার দেওয়া হয়ে থাকে। এখানে সাধারণ সুদের উপর হোম লোনে দেওয়া হচ্ছে ৬৫ বেসিস পয়েন্ট ছাড়। প্রথমে এই অফারটি ছিল ৩১শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। এরপর সেটাকে ৩১ শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত বর্ধিত করা হয়। তবে আপনারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করলে হোম লোনের উপর এখনো অন্য কিছু অফার প্রদান করতে পারে স্টেট ব্যাংক।

আরোও পড়ুন : হাতে মাত্র কিছুদিন! শীঘ্রই তিনটি বড় ঘোষণা করতে চলেছে সরকার, কাদের লাগবে লটারি?

ফ্লেক্সিপে থেকে শুরু করে এনআরআই, নন-স্যালারি, প্রিভিলেজ এবং নিজ বাড়ি, সহ সব ধরনের গৃহঋণের উপর অফার দিচ্ছে স্টেট ব্যাঙ্ক। যদিও গৃহঋণের সুদ অনেক সময় নির্ভর করে CIBIL স্কোরের উপর। তবে এই স্কিমের অধীনে গ্রাহকদের CIBIL স্কোরের ভিত্তিতে হোম লোনের উপর ০.৬৫ শতাংশ ছাড় দেওয়া হয়।

HOME

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহঋণ, পার্সোনাল লোন বা কার লোন নেওয়ার জন্য CIBIL স্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। CIBIL স্কোর ভালো হলে অনেক সময় কম সুদে লোন পাওয়া যায়। তবে যদি আপনার CIBIL স্কোর কম থাকে তাহলে লোন পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে কিংবা মোটা সুদ প্রদান করতে হতে পারে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর