এই ৫ ব্যাঙ্কের উপর কড়া পদক্ষেপ RBI-র! হল মোটা টাকা জরিমানা! আপনার অ্যাকাউন্ট আছে?

বাংলা হান্ট ডেস্ক: গ্রাহকদের সুবিধার্থে এবং সামগ্রিক ব্যাঙ্কিং প্রক্রিয়া সুষ্ঠভাবে বজায় রাখতে প্রায়শই বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India, RBl)। এমনকি, ব্যাঙ্কিং নিয়ম লঙ্ঘন করার ক্ষেত্রে সরাসরি ব্যাঙ্কগুলিকেও জরিমানার মুখে ফেলে এই কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেই রেশ বজায় রেখেই এবার পাঁচটি কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের দায়ে মোটা অঙ্কের আর্থিক জরিমানা আরোপ করেছে RBI।

এই পাঁচটি কো-অপারেটিভ ব্যাঙ্ককে করা হয়েছে আর্থিক জরিমানা: এমতাবস্থায়, যে পাঁচটি কো-অপারেটিভ ব্যাঙ্ক এই আর্থিক জরিমানার শিকার হয়েছে সেগুলি হল অন্ধ্রপ্রদেশের কুর্নুলের শ্রী মহাযোগী লক্ষ্মম্মা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, তামিলনাড়ুর সালেম জেলার আত্তুর টাউন কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, মহারাষ্ট্রের গোন্দিয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক লিমিটেড, মহারাষ্ট্রের শিরপুর পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং মহারাষ্ট্রের নাগপুরের তিরুপতি আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড।

ইতিমধ্যেই এই প্রসঙ্গের পরিপ্রেক্ষিতে RBI-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই পাঁচটি কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে আরোপিত জরিমানার অর্থ ৫০ হাজার টাকা থেকে ৩ লক্ষ টাকার মধ্যে রয়েছে। তবে, এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই RBI-এর তরফে বলা হয়েছে, এহেন আর্থিক জরিমানা শুধুমাত্র কিছু নিয়ম লঙ্ঘনের জন্য করা হয়েছে। অর্থাৎ, ওই পাঁচটি কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির গ্রাহকদের লেনদেন কিংবা চুক্তির সাথে এই জরিমানার কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।

reserve bank of india

এদিকে, ৩১ মার্চ, ২০২১-এর আর্থিক অবস্থার উপর ভিত্তি করে ব্যাঙ্কের রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্টে জানানো হয়েছে, এই ব্যাঙ্কগুলি RBI-এর বিভিন্ন নির্দেশাবলী যেমন আয়ের স্বীকৃতি, সম্পদের শ্রেণিবিভাগ এবং অন্যান্য সম্পর্কিত বিষয়গুলি যেমন ইউসিবি, ব্যাঙ্কিং রেগুলেশন আইন, ১৯৪৯ (আইন)-এর বিধান, এবং KYC সংক্রান্ত সংক্রান্ত নিয়মের লঙ্ঘন করেছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর