বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশের বিভিন্ন ব্যাঙ্কের নীতি নির্ধারণ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোনও রকম অনিয়ম ঘটলে বিভিন্ন ব্যাঙ্ককে শাস্তির মুখে পড়তে হয়। এই সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাংককে লাইসেন্স দেওয়া থেকে শুরু করে জরিমানা আরোপ, এমনকি ব্যাংকের লাইসেন্স বাতিল করার ক্ষমতা রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের।
শাস্তির নিদান আরবিআইয়ের :
মাঝেমধ্যেই বিভিন্ন ব্যাংককে রিজার্ভ ব্যাঙ্কের কোপের মুখে পড়তে হয়। এবার তেমনই একটি নতুন খবর উঠে আসছে। ফের একবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাস্তির মুখে পড়ল এক ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ABHYUDAYA COOPERATIVE ব্যাঙ্ককে নিয়ে।
আরোও পড়ুন : চন্দ্রযানের পর ফের বড়সড় সাফল্য! আদিত্য-L1 নিয়ে বিরাট সুখবর শোনালেন ISRO প্রধান
ABHYUDAYA COOPERATIVE ব্যাঙ্ককে সাসপেন্ড:
আরবিআই এর পক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছে ABHYUDAYA COOPERATIVE ব্যাঙ্কের বোর্ডকে। এই ব্যাংকের বোর্ডকে এক বছরের জন্য সাসপেন্ড করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের অ্যাডমিনিস্ট্রেটার হিসাবে নিযুক্ত করা হয়েছে সত্য প্রকাশ পাঠককে। শীর্ষ ব্যাংক জানিয়েছে, তাদের এই সিদ্ধান্তের জন্য গ্রাহকদের চিন্তা করতে হবে না।
আরোও পড়ুন : ‘তদন্তের রিপোর্টের আগেই দোষারোপ কেন?’ খলিস্তানি খুনের ঘটনায় কানাডাকে তুলোধোনা ভারতের
ব্যাঙ্ককে সাসপেন্ড করার মূল কারণ:
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে, এক বছরের জন্য এই ব্যাঙ্কের বোর্ড সাসপেন্ড করা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে মূল কারণ হল এই ব্যাঙ্কের বোর্ডের প্রশাসনিক ব্যর্থতা। এর ফলে যদিও প্রভাব পড়বে না ABHYUDAYA COOPERATIVE BANK এর কাজ বা পরিষেবায়। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, আগের মতই স্বাভাবিকভাবে পরিষেবা পাবেন এই ব্যাঙ্কের গ্রাহকরা।
ABHYUDAYA COOPERATIVE BANK’র ইতিহাস:
ABHYUDAYA COOPERATIVE BANK পথ চলা শুরু করে ১৯৬৪ সালে। মাত্র ৫ হাজার টাকা মূলধন দিয়ে এই ব্যাংকের পথচলা শুরু হয়। দুগ্ধ ও অন্যান্য ছোট ব্যবসায়ীদের জন্য এই ব্যাংকের পরিষেবা ছিল প্রথমদিকে। এরপর Abhyudaya Co-op. Bank পথ চলা শুরু করে ১৯৬৫ সালে। এই ব্যাঙ্ককে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সিডিউল ব্যাংকে পরিণত করা হয় ১৯৮৮ সালে। এরপর মুম্বাইসহ একাধিক বড় শহরে এই ব্যাংকের শাখা খোলে।