লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া! নাম বদল করে IPL-এর মঞ্চে মাঠে নামবে RCB, হল বড় ঘোষণা

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে IPL (Indian Premier League) শুরু হওয়ার আগেই এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bengaluru, RCB) একটি বড় ঘোষণা করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে RCB “আনবক্স” ইভেন্ট চলছে। এই ইভেন্টে, RCB দল তাদের নতুন নাম ঘোষণা করেছে। গত ১৬ বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নামে পরিচিত এই দলটি এখন নতুন নামে খেলবে।

RCB দলের নাম বদলেছে: মূলত, ২০১৪ সালে ব্যাঙ্গালোরের নাম পরিবর্তন করে বেঙ্গালুরু করা হয়েছিল। কিন্তু, RCB দল তার নামের কোনো পরিবর্তন না করেই পুরানো নাম দিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিল।

কিন্তু, এখন RCB দলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। জানা গিয়েছে যে, এই সিদ্ধান্ত স্থানীয় সমর্থকদের দীর্ঘ প্রতিবাদের ফলে নেওয়া হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরেই এই পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসছিলেন।

আরও পড়ুন: পাত্তা পাবে না SBI-HDFC! সবথেকে সস্তায় Home Loan দিচ্ছে এই ব্যাঙ্ক, আপনার অ্যাকাউন্ট আছে তো?

প্রথম ট্রফির অপেক্ষায় RCB: উল্লেখ্য যে, বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল IPL-এ একবারও সেরার শিরোপা জিততে পারেনি। তারা তিনবার ফাইনালেও উঠলেও প্রতিবারই পরাজয়ের মুখোমুখি হয়েছে। এমতাবস্থায়, এবার তারা নতুন নামকে সঙ্গী করেই ট্রফি জয়ের পথে হাঁটবে। এমতাবস্থায়, গত ২২ মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে এই মরশুম শুরু করবে তারা।

আরও পড়ুন: এবার Unilever-এ হবে ছাঁটাই! ৭,৫০০ কর্মচারীর চাকরি বিপদে, ডিমার্জারের পথে আইসক্রিম ব্যবসা

IPL ২০২৪-এর RCB দল: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি, রজত পতিদার, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেসাই, উইল জ্যাকস, মহিপাল লোমর, কর্ণ শর্মা, মনোজ ভান্দগে, মায়াঙ্ক ডাগর, বিজয় কুমার বিশাক, আকাশদীপ, মহম্মদ সিরাজ, রিস টপলে, হিমাংশু শর্মা, রাজন কুমার, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, যশ দয়াল, টম কুরান, লকি ফার্গুসন, স্বপ্নিল সিং, সৌরভ চৌহান।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর