বিশ্বের সবথেকে শান্তিপূর্ণ দেশের তালিকায় দাপট ইউরোপের! প্রথম ২০-তে রয়েছে এশিয়ার একটিমাত্র দেশ

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বজুড়ে অশান্তি, রক্তাক্ত যুদ্ধ, মানুষে মানুষে ভেদাভেদ লেগেই রয়েছে। এই পরিস্থিতি সত্ত্বেও বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যেখানে পর্যাপ্ত শান্তির বাতাবরণ আর উদ্বেগমুক্ত জীবন পরিলক্ষিত হয়। এই দেশগুলিতে বেড়াতে গেলে মিলবে মনের শান্তি আর প্রাণের আরাম। গ্লোবাল পিস ইনডেক্স (Global Peace Index) বিশ্বের কয়েকটি দেশের তালিকা প্রকাশ করেছে, যে দেশগুলিতে নাগরিকরা নিরাপদে বসবাস করছেন। গ্লোবাল পিস ইনডেক্স প্রকাশ করেছে ইন্সটিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস প্রোডাক্টস। এক্ষেত্রে ১৬৩ দেশের সামাজিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে।

এই ১৬৩ টি দেশে সারা বিশ্বের ৯৯.৭ শতাংশ বাসিন্দা বসবাস করেন। যে দিকগুলি গ্লোবাল পিস ইনডেক্সে খতিয়ে দেখা হয়েছে তার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ সংঘর্ষ, নরহত্যা, হিংসাত্মক অপরাধ, সামরিক খাতে ব্যয়, রাজনৈতিক পরিস্থিতি কতটা অস্থির এই সম্পর্কিত বিষয়। দেখা যাচ্ছে, বিশ্বের নিরাপদ ২০ টি দেশের মধ্যে ১৫ টি দেশ ইউরোপের অন্তর্গত। একঝলকে দেখে নেওয়া যাক বিশ্বের নিরাপদ ও শান্তিপূর্ণ ১৫ টি দেশের তালিকা।

Europe dominates the list of the most peaceful countries in the world

গ্লোবাল পিস ইনডেক্সে যে চারটি দেশ ইউরোপের অন্তর্গত নয়, সেই দেশগুলির নাম কানাডা, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড এবং কাতার বলে জানা গিয়েছে। এছাড়াও এই তালিকায় রয়েছে আইসল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, পর্তুগাল, স্লোভেনিয়া, জাপান, সুইজারল্যান্ড, কানাডা, চেক রিপাবলিক, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া এবং জার্মানি। এবার দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি। অনলাইন ডাটাবেস নামবিও ২০২৪ সালে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।

আরও পড়ুন: পাত্তা পাবে না SBI-HDFC! সবথেকে সস্তায় Home Loan দিচ্ছে এই ব্যাঙ্ক, আপনার অ্যাকাউন্ট আছে তো?

সেই অনুযায়ী সারা বিশ্বের অসংখ্য শহরের মধ্যে আবু ধাবি সবচেয়ে নিরাপদ শহর। এরপর নিরাপদ শহরের তালিকায় রয়েছে বিশ্বের যে শহরগুলি তাইওয়ান, দোহা এবং দুবাইয়ের সেই তালিকায় নাম রয়েছে। গ্লোবাল ল অ্যান্ড ইনডেক্স অনুসারে, নিরাপত্তা এবং শান্তি পরিস্থিতির বিচারে এশিয়া মহাদেশ বহু পিছিয়ে। এশিয়ার একমাত্র নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ এশিয়া। সারা বিশ্বের নিরিখে শান্তিপূর্ণ দেশ হিসেবে ভিয়েতনাম সপ্তম স্থানাধিকারী। মহিলা পর্যটকরা ভিয়েতনামে এসে সম্পূর্ণ নিরাপদে ভ্রমণ করতে পারেন।

আরও পড়ুন: এবার Unilever-এ হবে ছাঁটাই! ৭,৫০০ কর্মচারীর চাকরি বিপদে, ডিমার্জারের পথে আইসক্রিম ব্যবসা

সূত্রের খবর, ভিয়েতনামের প্রতি ১ লক্ষ নাগরিক পিছু অপরাধের হার ৪৬.১৯ শতাংশ। এছাড়া ভিয়েতনামের আইনশৃঙ্খলা কড়া। শান্তিভঙ্গ করলে ভিয়েতনামে কড়া শাস্তির বন্দোবস্ত হয়েছে। এদিকে, ভারতীয় সংস্কৃতি শান্তি বাণী প্রচার করেছে যুগ যুগব্যাপী। ভারতে বহু মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন যাঁরা শান্তির বার্তা প্রচার করেছেন। তবে, সেই বাণী বিফলে গিয়েছে কিনা তা বিতর্কের বিষয়। গত এক দশকে ভারতজুড়ে মানুষে মানুষে ভেদাভেদ বেড়েছে। সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত। নারী নির্যাতনের হারও উদ্বেগজনকভাবে বাড়ছে। গ্লোবাল পিস ইনডেক্সে সেই ছবি ধরা পড়েছে। একসময়ে যে ভারত পৃথিবীতে শান্তির ঐতিহ্যে অগ্রগণ্য দেশ ছিল গ্লোবাল পিস ইনডেক্সে সেই ভারতের ঠাঁই হয়নি। এটা দুঃসংবাদ। আশা করা যায়, ভারত আবার ভবিষ্যতে “জগৎসভায় শ্রেষ্ঠ আসন” পাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর