কৃষ্ণনগরে মর্যাদার লড়াই! মহুয়ার বিরুদ্ধে বিজেপি প্রার্থী স্বয়ং রাজমাতা? বিরাট চমক

বাংলা হান্ট ডেস্ক : শুরুর থেকেই বিজেপির নজর রয়েছে বাংলার উপর। ইতিমধ্যেই চার দফায় প্রচারও সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজনৈতিক কারবারিদের মতে, আসন্ন ভোটে সারপ্রাইজিং ফলাফল করতে চলেছে বিজেপি (BJP)। এমন আবহে সকলের নজর কৃষ্ণনগরের উপর। সংসদ থেকে বহিষ্কৃত তৃণমূল নেত্রী মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে কী গেম প্ল্যান করছে বিজেপি?

রাজা কৃষ্ণচন্দ্রের নামে নামাঙ্কিত এই শহর। সেই রাজার প্রতি যে এলাকার মানুষের আলাদা টান থাকবে সেকথা বলাই বাহুল্য। আর এবার সেই বিষয়টাকেই তুরুপের তাস করতে চাইছে বিজেপি। সূত্রের খবর, মহুয়ার দাপট ভাঙতে বিজেপির হয়ে মাঠে নামতে চলেছেন কৃষ্ণনগরের রাজমাতা। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও রাজনৈতিক মহলের হাওয়া এই কথাই বলছে।

সূত্রের খবর, আসন্ন নির্বাচনে কৃষ্ণনগরের প্রার্থী হতে পারেন রাজমাতা অমৃতা রায়। লোকসভা নির্বাচনে মহুয়ার গড়ে মহুয়াকে হারানোর জন্য প্রথম থেকেই রাজমাতার নাম প্রস্তাব করেছিল জেলা নেতৃবৃন্দ। কথাবার্তাও শুরু হয়। প্রাথমিকভাবে রাজি না হলেও পরে কয়েক দফা বৈঠকের পর বিজেপির হয়ে প্রার্থী হতে রাজি হয়েছেন রাজবধূ অমৃতা।

আরও পড়ুন : দরিদ্রতাকে হারিয়ে IAS অফিসার, চোখে জল আনবে পিতৃহারা সাইকেল মেকানিক বরুণের গল্প

উল্লেখ্য, গত সোমবারই কৃষ্ণনগরে ফিরে এসেছেন তিনি। এরপর আজ মঙ্গলবার সিদ্ধেশ্বরী কালীমন্দিরে পূজোও দিয়েছেন। তবে ঠিক কবে থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারপর্ব সারবেন তা এখনও স্পষ্ট নয়। তবে দলের তরফে নাম ঘোষণা হলেই প্রচার শুরু করবেন বলে খবর। এই খবর সামনে আসতেই গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন : অপেক্ষার প্রহর শেষ! বুলেট ট্রেন চলবে কবে? দিন ঘোষণা করে দিলেন রেলমন্ত্রী

আসলে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া মৈত্রর মত একজন হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে আরেকজন হেভিওয়েট প্রার্থীর নাম খুঁজছিল বিজেপি। প্রাথমিকভাবে উঠে আসে প্রয়াত প্রাক্তন সাংসদ সত্যব্রত মুখোপাধ্যায় ওরফে জলুবাবুর ছেলে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ঝুলন গোস্বামী, সোমা বিশ্বাসদের নাম। তবে শেষমেষ রাজমাতা অমৃতা রায়ের নামেই সিলমোহর পড়তে চলেছে বলে খবর।

আরও পড়ুন : মাথার দাম ছিল ৩৬ লক্ষ! ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম ৪ নকশাল নেতা

তিনি কি সত্যিই রাজনীতিতে পা রাখতে চলেছেন? এইদিন অমৃতা রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি রাজনীতির কিছু বুঝি না। তবে বাংলাকে তুলে ধরার ইচ্ছে রয়েছে আমার। আগে প্রার্থী তালিকা প্রকাশিত হোক, তারপর এই বিষয় নিয়ে বিস্তারিত বলব।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর