বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League) খুব একটা ভালো যাচ্ছে না RCB (Royal Challengers Bengaluru)-র। এখনও পর্যন্ত ৮ টি ম্যাচ খেলে মাত্র একটিতে জয়লাভ করেছে ওই দল। এদিকে, গত কালকে KKR (Kolkata Knight Riders)-এর বিরুদ্ধে খেলতে গিয়েও তীরে এসে তরী ডুবিয়েছে RCB। কলকাতার ইডেন গার্ডেন্সে হাই-স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জেতার আশা দেখিয়েও শেষ পর্যন্ত ১ রানে ম্যাচ হেরে যায় বিরাটের দল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল টানা ৬ টি ম্যাচ ধরে RCB ক্রমাগত পরাজয়ের সম্মুখীন হচ্ছে।
এমতাবস্থায় সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে, ওই দলের প্লে-অফে যাওয়ার আশাও ক্রমাগত তলানিতে ঠেকছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, রবিবারে KKR-এর বিরুদ্ধে RCB-র ম্যাচে আগাগোড়াই ছিল টানটান উত্তেজনা এবং একাধিক রোমাঞ্চকর মুহূর্ত। ম্যাচের শুরুতেই বিরাট কোহলির আউট নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। ঠিক তেমনি ম্যাচের শেষে দীনেশ কার্তিকের একটি সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে আলোচনার ঝড়।
মূলত, RCB-র তারকা ফিনিশার দীনেশ কার্তিককে গুরুত্বপূর্ণ ওভারে সিঙ্গেল নেওয়ার বিষয়টি অস্বীকার করতে দেখা যায়। সেই সময়ে কার্তিকের উল্টো দিকে স্ট্রাইকে ছিলেন করণ শর্মা। অর্থাৎ, সম্ভবত করণকে কিছুটা তাচ্ছিল্য করেই রান নিতে রাজি হননি কার্তিক। এদিকে, তারপরে যখন মাত্র ১ রানের ব্যবধানে RCB ম্যাচ হারল তারপরই শুরু হয়েছে ওই রান না নেওয়াকে ঘিরে বিতর্ক। এদিকে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল গতকালকের ম্যাচে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন করণ শর্মা। শুধু তাই নয়, তিনি শেষ ওভারে যেভাবে মিচেল স্টার্ককে ৩ টি ছক্কা হাঁকিয়েছিলেন তা দেখে চিন্তা বেড়েছিল KKR সমর্থকদেরও। এমতাবস্থায়, করণের এই বিধ্বংসী ব্যাটিং পরিলক্ষিত করে দীনেশের রান নেওয়ার বিষয়টিতে অস্বীকার করাতেই ঘটেছে বিতর্কের সূত্রপাত।
আরও পড়ুন: ডুবিয়েই দিয়েছিল স্টার্ক, ৩ ওভারে ৫৫ রান দেওয়া ২৫ কোটির বোলারকে নিয়ে বয়ান KKR প্লেয়ারের
ঠিক কী ঘটেছে: ওই ম্যাচে শেষ দুই ওভারে RCB-র জেতার জন্য দরকার ছিল ৩১ রানের। সেই সময়ে ক্রিজে ছিলেন দীনেশ কার্তিক এবং করণ শর্মা। ১৯ তম ওভারে স্ট্রাইকে থাকা কার্তিক আন্দ্রে রাসেলকে একটি ছয় এবং একটি চার মারেন। যদিও ওই ওভারের শেষ বলে তিনি আউট হয়ে যান। তবে, বাকি ৩ টি বলে সুযোগ থাকলেও কার্তিক সেখানে সিঙ্গেল নেননি। আর এতেই সবাই অবাক হয়ে যান। পাশাপাশি, কঠিন হতে থাকে ম্যাচের সমীকরণ।
আরও পড়ুন: Tesla-কে টক্কর, ভারতের রাস্তায় চালক ছাড়াই চলছে Bolero! দেখে চক্ষু চড়কগাছ স্বয়ং আনন্দ মাহিন্দ্রার
এদিকে শেষ ওভারে জেতার জন্য প্রয়োজন ছিল ২১ রানের। ওই ওভারে বল করতে আসেন মিচেল স্টার্ক। ওই ওভারে ৩ টি ছক্কা মারেন করণ শর্মা। কিন্তু, পঞ্চম বলে স্টার্কের হাতেই ক্যাচ দিয়ে ৭ বলে ২০ রান করে মাঠ ছাড়তে হয় তাঁকে। এমতাবস্থায়, শেষ বলে ৩ রান বাকি থাকলেও দ্বিতীয় রান নিতে গিয়ে লকি ফার্গুসন রানআউট হয়ে যান। আর এই ভাবেই জয়ের কাছে এসেও ম্যাচটি হাতছাড়া হয়ে যায় RCB-র। শুধু তাই নয়, ১৯ তম ওভারে কার্তিক কেন সিঙ্গেল নিলেন না তা নিয়ে শুরু হয় প্রশ্ন এবং বিতর্কের ঝড়।