সেই প্ৰথম সিজন থেকে ভালো দল তৈরি করলেও এখন পর্যন্ত একবারও সাফল্য লাভ করতে পারে নি আরসিবি। বেশ কয়েকবার প্লে-অফস এবং ফাইনালে উঠলেও ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে আরসিবির। আর এবার নিজেদের দলের ভাগ্য ফেরাতে আইসিবি কর্মকর্তারা দলের নাম থেকে শুরু করে লোগো সবকিছু বদলে দিতে চলেছে।
এবার স্যোশাল মিডিয়া থেকে আরসিবি কর্মকর্তারা তাদের দলের টুইটার, ইন্সটাগ্রামের প্রোফাইল পিকচার থেকে শুরু করে কভার পিকচার সব কিছু ডিলিট করে দিয়েছে। আর এমন ঘটনা দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছেন আরসিবি দলের অধিনায়ক বিরাট কোহলি। এমনকি ব্যাঙ্গালুরু দলের আরও দুই ক্রিকেটার জুজবেন্দ্র চাহাল এবং এবি ডিবিলিয়ার্সও দলের এমন ঘটনা দেখে অবাক হয়ে গিয়েছেন।
এই বিষয়ে অবাক হয়ে টুইট করে আরসিবি অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন ” সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট উধাও, অথচ দলের অধিনায়ক কিছুই জানে না। আমাকে জানাও তোমাদের কিছু সাহায্য প্রয়োজন কিনা!” এছাড়াও ব্যাঙ্গালুরু দলের আরও দুই ক্রিকেটার জুজবেন্দ্র চাহাল এবং এবি ডিবিলিয়ার্সও টুইট করেছেন।