বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করেন বিরাট কোহলি। হঠাৎ করে বিরাট কোহলিকে ওপেন করতে দেখে অবাক হয়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তবে ওপেন করতে নামলেও স্বমহিমায় দেখা গেল বিরাট কোহলিকে। 73 রানের ইনিংস খেলে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিরাট কোহলি। তারপর থেকে অনেকেই দাবি করতে থাকেন আইপিএলেও বিরাট কোহলিকে আরসিবির হয়ে ওপেনিংয়ে দেখতে চাই।
ম্যাচ শেষে বিরাট কোহলি নিজেই আইপিএলে ওপেন করার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। এবার সেই ইঙ্গিতে সিলমোহর দিলেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অপারেশন ডিরেক্টর মাইক হেসন। আইপিএল শুরু হওয়ার আগেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গোপন পরিকল্পনা ফাঁস করে দিলেন তিনি। মাইক হেসন জানিয়েছেন আইপিএল নিলামের আগেই টিম ম্যানেজমেন্ট বিরাট কোহলিকে ওপেনিংয়ে খেলানোর কথা চিন্তা ভাবনা করেছিল। সেই হিসেবেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল গঠন করা হয়েছে।
এক সাক্ষাৎকারে মাইক হেসন জানিয়েছেন, “বিরাট যখন ভারতের হয়ে ওপেন করতে নেমেছিল তখন অনেকেই অবাক হয়েছিলেন কিন্তু এটা আমাদের কাছে আগে থেকেই স্পষ্ট ছিল কারণ আমরা বিরাট কোহলিকে আইপিএলে ওপেনিং হিসেবে ভাবতে শুরু করেছিলাম। তাই ভারতের হয়ে বিরাটের ওপেন করায় আমরা খুব একটা অবাক হয় নি বরং খুশী হয়েছি ওপেনিংয়ে বিরাট কোহলির এমন সাফল্য দেখে। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যেহেতু এবার অ্যারন ফিঞ্চকে দলে নেওয়া হয়নি তাই দেবদত্ত পাডিক্কলের সঙ্গে বিরাট কোহলিই ইনিংস শুরু করবেন। এতে বাঁহাতি ডানহাতি কম্বিনেশনও ঠিকঠাক থাকবে বলে জানিয়েছেন তিনি।