বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি প্রথমবার মহিলা বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলার মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh)। তাঁর মারকাটারি ব্যাটিং এবং অনবদ্য পারফরম্যান্স সমগ্র ক্রিকেট বিশ্বকে অবাক করেছে। ঠিক এই আবহেই WPL তথা ওমেন্স প্রিমিয়ার লিগে ভারতীয় দলের হয়ে ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হওয়া রিচাকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
রিচাকে (Richa Ghosh) রিটেন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
জানিয়ে রাখি যে, WPL-এ গত মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল RCB। সেই জয়ের ক্ষেত্রেও রিচা অগ্রণী ভূমিকা পালন করেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে রিচা ২৭ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। এমতাবস্থায়, বড় শট মারতে সক্ষম কিপার-ব্যাটার রিচা ঘোষকে ২.৭৫ কোটি টাকায় ধরে রেখেছে RCB।

এদিকে, রিচার পাশাপাশি, স্মৃতি মান্ধানা থেকে শুরু করে এলিসা পেরি এবং শ্রেয়াঙ্কা পাতিলকেও RCB রিটেন করেছে। স্মৃতির অধিনায়কত্বেই WPL-এ চ্যাম্পিয়ন হয় RCB। উল্লেখ্য যে, ODI বিশ্বকাপে রিচা হেয়ারলাইন ফ্র্যাকচার নিয়েও দারুণ ইনিংস খেলেছেন। ODI বিশ্বকাপে নিজের পারফরম্যান্সের বিষয়ে প্রতিক্রিয়াও দিয়েছেন রিচা।
আরও পড়ুন: রাঁচিতে “বিরাট” রিইউনিয়ন! কোহলিকে পাশে বসিয়ে গাড়ি চালিয়ে কোথায় গেলেন ধোনি?
রিচা জানিয়েছেন, “দেশের হয়ে আমি খেলছিলাম। তাই অন্য কিছু ভাবিনি। আমার দলের ফিজিওরা ভরসা রেখেছিলেন। সেই ভরসাই আমাকে শক্তি এনে দিয়েছে।” উল্লেখ্য যে, ODI বিশ্বকাপে রিচা ১২ টি ছক্কা মেরে রেকর্ড গড়েছেন।
আরও পড়ুন: কোচিং ছাড়াই পরপর চারবার UPSC জয়! অমৃত জৈনের ‘ম্যাজিকাল’ সাফল্যের গল্প অবাক করবে আপনাকেও
এদিকে, আগামী T20 বিশ্বকাপ নিয়েও আত্মবিশ্বাসী রিচা। তিনি জানিয়েছেন, “T20 বিশ্বকাপ আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।” এমতাবস্থায়, আগামী বছর ইংল্যান্ডে সম্পন্ন হতে চলা এই টুর্নামেন্টের আগে তিনি ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ওমেনস প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে নিজেকে তৈরি করতে চাইছেন।












