কলকাতার দুর্গ ভাঙলো প্রাক্তন নাইট ও দুই বাংলার ক্রিকেটার, কোহলিদের কাছে হার মানল KKR

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়লো নাইট রাইডার্স। জঘন্য ব্যাটিং এবং রাসেলের বিশ্ৰী বোলিংয়ের কারণে আজ ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মরশুমে প্রথম হারের মুখ দেখলো কেকেআর। অপরদিকে পাঞ্জাবের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ালো ফ্যাফ দু প্লেসিসের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টসের পাশাপাশি আজ ম্যাচও জিতে নিলেন আরসিবির নতুন অধিনায়ক।

আজ টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ফ্যাফ। বল হাতে আজ দুরন্ত বোলিং করেন আরসিবির বোলাররা। শুরুতেই শর্ট বলে ভেঙ্কটেশ আইয়ার-কে ফেরান ব্যাঙ্গালোরের হয়ে বাংলা রঞ্জি দলের বোলার আকাশদীপ। এরপর শর্ট বলেই বড় শট মারতে গিয়ে আউট হয়ে ফেরেন গত ম্যাচে ভালো ব্যাটিং করা অজিঙ্কা রাহানে এবং আজ ভালো শুরু করা নীতিশ রানা। রাহানেকে ফেরান সিরাজ। আকাশদীপ তোলেন রানার উইকেট।

   

এরপর শ্রীলঙ্কার তারকা স্পিনার হাসারাঙ্গার বলে বড় শট খেলতে গিয়ে উইকেট খোয়ান শ্রেয়স আইয়ার এবং সুনীল নারায়ণ। শেলডন জ্যাকসনকে ০ রানে ফেরান তিনিই। এরপর রাসেল কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করে কেকেআরের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দ্রে রাসেল। কিন্তু তাকে এবং বিলিংসকে ফিরিয়ে আরসিবির সুবিধা করে দেন হর্ষল প্যাটেল। শেষপর্যন্ত কেকেআরের স্কোর ১২৮ এ পৌঁছে দেন শেষ উইকেট জুটি উমেশ যাদব এবং বরুণ চক্রবর্তী। পুরো ২০ ওভারও ব্যাট করতে পারেনি তারা। ১৮.৫ ওভারেই অলআউট হয়ে যায় তারা।

রান তাড়া করতে নেমে শুরুতেই সাউদি এবং উমেশ যাদবের পেস বড় রকমের সমস্যায় ফেলে দেয় আরসিবিকে। অনুজ রাওয়াত (০) এবং দু প্লেসিস (৫)-কে হারানোর পর ভালো শুরু করা বিরাট কোহলিও ১২ রান করে উমেশ যাদবের বলে উইকেটের পেছনে খোঁচা দিয়ে ফিরে যান। এরপর ডেভিড উইলি (১৮) এবং শেরফ্যান রাদারফোর্ড (২৮) ধীর গতিতে আরসিবির ইনিংসকে এগিয়ে নিয়ে যান। উইলি আউট হলে বাংলার শাহবাজ আহমেদ ২০ বলে ২৭ রান করে আরসিবিকে লক্ষ্যের অনেকটা কাছে এনে দেন।

shahbaz ahmed 1তাও টিম

সাউদি ১৮ তম ওভারে পরপর দুটি উইকেট নিয়ে কেকেআরকে ম্যাচে রেখেছিল। ইনিংসের শেষ ওভারে বাকি ছিল ৭ রান, বোলার ছিলেন রাসেল। ঠান্ডা মাথায় ব্যাটিং করে ৪ বল বাকি থাকতেই আরসিবিকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন প্রাক্তন নাইট দীনেশ কার্তিক। মরশুমে প্রথম জয় পায় আরসিবি। উমেশ যাদব (২/১৬) এবং টিম সাউদি (৩/২০) দুরন্ত বোলিং করলেও অফফর্মে থাকা রাসেলের ২.২ ওভারেই ম্যাচ ছিনিয়ে নিয়েও যায় আরসিবি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর