IPL শুরুর আগেই বিতর্কে জড়িয়ে পড়ল বিরাট কোহলির RCB, চাপের মুখে অ্যানথেম বদল করল RCB

বাংলা হান্ট ডেস্কঃ অনেক জল্পনা কল্পনার পর শুরু হতে চলেছে এবারের আইপিএল। করোনা পরিস্থিতিতে এবারের আইপিএল হলে তা আপামর ভারতবাসীর জীবনে কিছুটা আনন্দ দেবে এমনটাই মনে করছেন বিসিসিআই কর্তারা। এবার আইপিএলের অন্যতম শক্তিশালী দল বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শুক্রবার সকালে এবারের আইপিএলের জন্য সরকারিভাবে অ্যানথেম প্রকাশ করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কিন্তু সেই অ্যানথেম প্রকাশিত হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকরা। তারা এবারের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অ্যানথেমে একেবারেই খুশি হতে পারেননি। তাদের দাবি অ্যানথেমে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে হিন্দি শব্দ যা একেবারেই মেনে নেওয়া যায় না। হিন্দির বদলে অ্যানথেমে গুরুত্ব দেওয়া উচিত ছিল কন্নড় ভাষাকে। এমনটাই দাবি তুলতে থাকেন চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সমর্থকরা।

তারপর থেকেই বিভিন্ন ভাবে দাবি উঠতে শুরু করে দলটির নাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর ব্যাঙ্গালুরুর প্রধান ভাষা হচ্ছে কন্নড়। তাহলে কেন কন্নড় শব্দকে গুরুত্ব দেওয়া হয় নি? অবশেষে চাপের মুখে পড়ে এর নতুন অ্যানথেম রিলিজ করলো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে কন্নড় ভাষাকে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর