সোমবার পাঠ করুন বেদের প্রাচীন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, দূর হবে সমস্ত অশান্তি-রোগ ব্যাধি

বাংলাহান্ট ডেস্কঃ সর্বরোগ হরণকারী মন্ত্র হল মহা মৃত্যুঞ্জয় মন্ত্র (Mrrityunjoy mantra)। ভগবান মহাদেবকে স্মরণ করে এই মন্ত্র রচিত। এই মন্ত্রটি এক মনে জপ করলে মানুষ সব অশান্তি, রোগপীড়া, ব‍্যাধি থেকে মুক্তিলাভ করে।

মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল-

ওঁ ত্রম্বকং য্জামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্ ।
উর্বারূপমিব বন্ধনান মৃতৌমোক্ষীয় মামৃতাত !!

|| महा मृत्‍युंजय मंत्र ||
ॐ त्र्यम्बक यजामहे सुगन्धिं पुष्टिवर्धन्म।
उर्वारुकमिव बन्धनामृत्येर्मुक्षीय मामृतात् !!

Maha Mrityunjay Mantra

মৃত্যুকে জয় করার মন্ত্র হল মৃত্যুঞ্জয় মন্ত্র। মৃত্যুও এই মন্ত্রকে ভয় পায়। কাল অর্থায় মৃত্যুকে পরাজয় করার জন্যই এই মৃত্যুঞ্জয় মন্ত্রের উতপত্তি হয়েছে। কথিত আছে সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার এই মন্ত্র জপ করলে, মহাকালের কৃপালাভ হয় এবং রোগ ভোগ আপনার থেকে অনেক দূরে বিরাজ করবে। এবং এই মন্ত্র ১০৮ বার পাঠ করতে হয়। এই মন্ত্র পাঠের রীতিনীতি নিচের ভিডিওর মাধ্যেম দেখান হল। দেখে নিন কিভাবে পাঠ করবেন এই মন্ত্র-

https://youtu.be/72WfEUZ2evs

পুরাণমতে মৃকান্দা ঋষির মাত্র ১২ বছর বয়সী পুত্রকে যমরাজ নিয়ে যেতে এসেছিলেন। কিন্তু তখন ওই ঋষি পুত্র বালক মার্কণ্ড মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছিল। তখন যমরাজ বুঝতে পারেন যে এই মন্ত্রের উপেক্ষা করে তিনি যদি ওই ঋষি পুত্রকে নিয়ে যান, তাহলে তাঁকে মহাকালের রোষানলে পড়তে হবে। মহাকাল তাঁকে ভস্ম করে দেবেন। তাই তিনি তার কাজে তখন সফলতা লাভ করতে পারেননি। বালক মার্কণ্ড নিজের প্রাণের ভয়ে মহাকালের আরাধনা করার জন্য মৃত্যুঞ্জয় মন্ত্রের রচনা করে মহাকালকে প্রসন্ন করেছিলেন। তাই সে যাত্রায় তিনি বেঁচে যান। মহাকালের আশির্বাদে বালক মার্কেন্ড নতুন জীবন লাভ করে। এইভাবেই শুরু হয় মৃত্যুঞ্জয় মন্ত্রের।

Smita Hari

সম্পর্কিত খবর