বাংলাহান্ট ডেস্কঃ 2019 সালে ভারতে যে কয়েকটি ব্রান্ডের মোবাইল বাজার কাপিয়েছে তাদের মধ্যে অন্যতম একটি রিয়াল মি। এই সংস্থার মোবাইল যে রেড মি , স্যাম সং কে ভারতের বাজারে টক্করের মুখে ফেলেছে তা আর বলাই বাহুল্য। রিয়েলমে একটি শেনজেন ভিত্তিক চীনা স্মার্টফোন কোম্পানি। যেটি আনুষ্ঠানিকভাবে 4 মে 2018 এ প্রতিষ্ঠিত হয়েছিল। মোবাইল ফোনের পাশাপাশি এক্সেসারিসও তৈরি। এর আগে রিয়াল মি real me 2, real me 2 pro,real me 3, real me 3i ইত্যাদি ফোনগুলি ভারতে বেশ জনপ্রিয় হয়েছিল। এবার লঞ্চ হতে চলেছে রিয়াল মি 5i। আগামি ৯ই জানুয়ারি লঞ্চ হতে চলেছে এই ফোনটি . ফিল্পকার্টে এই ফোনটির দাম পড়বে ₹8,999, পাওয়া যাবে অন্যান্য ই কমার্স সাইটেও। তবে অফ লাইনে সাধারন মোবাইলের দোকানে আপনি পাবেন না এই ফোনটি। দশ হাজার টাকার নীচের বাজেট ফোন কিনতে হলে কিনতেই পারেন এই ফোনটি
দেখে নিন এই ফোনটির সম্পর্কে বিশদে
164.4 x 75 x 9.3 মিমি (6.47 x 2.95 x 0.37 ইন)
ওজন ১৯৫ গ্রাম (88.৮৮ ওজ)
DISPLAY 6.52 ইঞ্চি, রেজোলিউশন 720 x 1600 পিক্সেল, 20: 9 অনুপাত (~ 269 পিপিআই ঘনত্ব)
কর্নিং গরিলা গ্লাস
অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড 9.0 (পাই), অ্যান্ড্রয়েড 10.0 এ আপগ্রেড করা যাবে;
কোয়ালকম 665 স্ন্যাপড্রাগন প্রসেসর
256 গিগাবাইট পর্যন্ত ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট
ইন্টারনাল মেমরিঃ 32 জিবি 3 জিবি র্যাম/ 64 জিবি 4 জিবি র্যাম
মেইন ক্যামেরা কোয়াড 12 এমপি, এফ / 1.8, (প্রশস্ত), 1 / 2.9 “, 1.25µm, পিডিএএফ
8 এমপি, এফ / 2.3, 13 মিমি (আল্ট্রাওয়াইড), 1 / 4.0 “, 1.12µm
2 এমপি, এফ / 2.4, 1/5 “, 1.75µm (ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা)
2 এমপি, f / 2.4, 1/5 “, 1.75µm, ডেপ্তথ সেন্সর
সেলফি ক্যামেরা 8 এমপি,
ফিঙ্গারপ্রিন্ট পেছনে (রিয়ার-মাউন্ট করা),
ব্যাটারি লি-পো 5000 এমএএইচ ব্যাটারি