7,000 mAh ব্যাটারি! রয়েছে অনবদ্য সব ফিচার্স, বাজেটের মধ্যেই দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Realme

Published on:

Published on:

Realme is going to launch a powerful smartphone at a low price.

বাংলা হান্ট ডেস্ক: মোবাইল প্রেমীদের জন্য এবার একটি বড় সুখবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Realme শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন Realme C85 Pro-র মাধ্যমে বাজারে ব্যাটারির পাওয়ারের ক্ষেত্রে নতুন রেকর্ড স্থাপন করতে চলেছে। কারণ, কোম্পানিটি তাদের Realme C85 Pro-তে একটি বিশাল 7,000 mAh-এর সিলিকন-কার্বন ব্যাটারি প্রদান করবে। এই সিরিজের এটিই প্রথম ফোন যেখানে এত বড় ব্যাটারি থাকবে। কোম্পানির দাবি, পুরো চার্জে ব্যাটারিটি 2 দিন পর্যন্ত চলবে। এছাড়াও, Realme C85 Pro-র আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ইতিমধ্যেই সামনে এসেছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

Realme C85 Pro-র স্পেসিফিকেশন:

উল্লেখ্য যে, Realme Vietnam তাদের Realme C85 Series-এর টিজার প্রকাশ করতে শুরু করেছে। কোম্পানিটি একাধিক টিজার প্রকাশ করেছে। যেখানে জানানো হয়েছে যে আসন্ন C Series ফোনটিতে 7,000 mAh-এর সিলিকন-কার্বন ব্যাটারি থাকবে। আরও দাবি করা হয়েছে যে ব্যাটারিটি সম্পূর্ণ চার্জে 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এছাড়াও, অন্যান্য টিজারে বলা হয়েছে যে, ব্যাটারি প্যাকের কর্মক্ষমতা 6 বছর পর্যন্ত অপরিবর্তিত থাকবে। চার্জিংয়ের জন্য এতে 45W-এর আউটপুট থাকবে। এতে রিভার্স চার্জিং ফিচারও থাকবে। তবে ক্যাপাসিটির তথ্য গোপন রাখা হয়েছে।

Realme is going to launch a powerful smartphone at a low price.

ডিজাইনের পাশাপাশি, Realme ডিউরেবিলিটির ওপরও জোর দিয়েছে। টিজার থেকে জানা গিয়েছে যে, C85 Pro-র IP69 রেটিং এবং MIL-STD-810H সার্টিফিকেশন রয়েছে। যা স্মার্টফোনটিকে ধুলো এবং জল প্রতিরোধ করতে সাহায্য করবে। কোম্পানিটি আরও দাবি করেছে যে, C85 Pro 100 ডিগ্রি গরম জলে 0.5 মিটার তাপমাত্রায় 60 দিন পর্যন্ত টিকে থাকতে পারে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T20 সিরিজে কোমর বেঁধে নামবে ভারত! কেমন হবে প্রথম ম্যাচের প্লেয়িং ইলেভেন?

ডিসপ্লের কথা বলতে গেলে, Realme C85 Pro-তে একটি AMOLED FHD+ প্যানেল থাকবে। যা 4000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। টিজারগুলিতে ফোনটিকে 2 টি রঙের অপশনে দেখানো হয়েছে। যার মধ্যে রয়েছে হালকা বেগুনি এবং গাঢ় জলপাই রং।

আরও পড়ুন: ৫ বছরে ২,১৩৪ শতাংশের রিটার্ন! এই মাল্টিব্যাগার শেয়ারে রকেটের গতি, মালামাল বিনিয়োগকারীরা

Realme Vietnam জানিয়েছে যে ফোনটি, মোবাইল ওয়ার্ল্ডে (ভিয়েতনামি থেকে অনুবাদ করা নাম) প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং প্রমোশনাল অফারের পরে এর দাম হবে 6 মিলিয়ন ভিয়েতনামি ডং (ভারতীয় মুদ্রায় প্রায় 20,100 টাকা)। তবে, ফোনটি অন্যান্য কনফিগারেশনেও আসার সম্ভাবনা রয়েছে। তাই আনুষ্ঠানিক লঞ্চের সময় দাম ঘোষণা করা হতে পারে। Realme C85 Pro স্মার্টফোনটির বিক্রি 1 নভেম্বর থেকে শুরু হবে বলেও জানা গিয়েছে।