বাংলা হান্ট ডেস্ক: শীতকাল পড়লে পড়ে প্রতি তুই বাঙালি বাড়িতে নানান ধরনের পিঠে পায়েস করার চল থাকে। তবে পিঠে মানেই যে শুধুমাত্র মিষ্টি হতে হবে তার কোন মানে নেই। আপনি যদি স্বাদ বদল করতে চান তাহলে বানিয়ে ফেলতে পারেন মোচা দিয়ে ভিন্ন স্বাদের এই পাটিসাপটা। যা খেয়ে সকলে আপনার প্রশংসা করবে। দেখে নিন এর রেসিপিটি (Recipe)।
পাটিসাপটায় নতুন চমক, মোচা দিয়ে বানান এই সহজ রেসিপিটি (Recipe)
পৌষ-মাঘ মাসে প্রতিটি বাড়িতে পিঠাপুলি বানানো হয়। তবে পিঠে কথা বললে পরে সবার আগে মাথায় আসে, মিষ্টি হবে সেই পদটি। কিন্তু আজকে আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যা আদতে পিঠে কিন্তু খেতে হবে নোনতা। হয়তো ভাববেন পিঠে কখনো নোনতা হয়? তবে হ্যাঁ, আজকের প্রতিবেদনে রইল পাটিসাপটার ভিন্ন স্বাদের রেসিপি। যা খেয়ে আবাক হবে সবাই। দেখে নিন প্রণালি (Recipe)।

আরও পড়ুন: মানবিকতার জয়! বরফে আটকে থাকা শিয়ালশাবককে মৃত্যুর মুখ থেকে ফেরালেন পর্বতারোহী, ভাইরাল ভিডিও
উপকরণ:
১ কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো
কয়েকটি ধনেপাতা
১ চা-চামচ নুন
২ কাপ জল
পুর তৈরির উপকরণ
১টি গোটা মোচা কুচনো
আধ চামচ গোটা জিরে
১ চামচ আদাকুচি
১ চামচ কাঁচালঙ্কাকুচি
২ চামচ ভেজানো ছোলা
১ চামচ হলুদগুঁড়ো
১ চামচ জিরেগুঁড়ো
১ চামচ গরমমশলা
প্রণালী: প্রথমে একটি প্যানে তেল গরম করে সেদ্ধ করা মোচা ও নারকেল কুচি হালকা ভাজুন। এরপর চিনি/গুড়, লবণ, জিরা, কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে পুর তৈরি করে ঠান্ডা হতে দিন। এবার অন্য একটি বাটিতে চাল, ময়দা, সুজি ও চিনি একসঙ্গে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে দুধ বা জল মিশিয়ে একটি মসৃণ ও পাতলা ব্যাটার তৈরি করুন, খেয়াল রাখবেন যেন কোনো দলা না থাকে। এরপর ব্যাটারটি ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ঢেকে রাখুন। এরপর একটি নন-স্টিক প্যান বা তাওয়া গরম করুন। সামান্য তেল বা ঘি ব্রাশ করুন। তারপর এক হাতা ব্যাটার প্যানে দিয়ে দ্রুত ঘুরিয়ে একটি পাতলা গোলাকার শিট তৈরি করুন। এরপর হালকা সেদ্ধ হলে, একপাশে পুর দিয়ে সাবধানে রোল করে নিন। তারপর হালকা সোনালি হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন, অথবা ঠান্ডা করেও পরিবেশন করুন (Recipe)।












