একঘেয়ে রান্নায় ব্রেক! টাটকা ফুলকপি আর গোলমরিচের ঝাঁঝে জমজমাট ‘মরিচ কপি’, রেসিপি জানুন

Published on:

Published on:

Recipe a new twist on the taste of cauliflower know the dish
Follow

বাংলা হান্ট ডেস্ক: বছর প্রায় শেষের দিকে। তার উপর এখন শীত প্রায় জাঁকিয়ে বসেছে। আর শীতকালে বাজারে গেলে আপনি নানান ধরনের সবজি দেখতে পাবেন। যার মধ্যে শীতকালে ফুলকপি প্রচুর পাওয়া যায়। এবার এক ধরনের ফুলকপির পদ রান্না না করে স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন এই রেসিপিটি (Recipe)।

ফুলকপির স্বাদে নতুন চমক, গোলমরিচের সুঘ্রাণে জমজমাট মরিচ কপি (Recipe)

ফুলকপি দিয়ে নানান রকমের তো রান্না করা হয়। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যা রান্না করতে খুব অল্প সময় লাগবে। পাশাপাশি খেতে দুর্দান্ত হবে। গোলমরিচি দিয়ে ফুলকপি এই রেসিপিটি কিভাবে করবেন একবার দেখে নিন (Recipe)।

 Recipe a new twist on the taste of cauliflower know the dish

আরও পড়ুন: কলকাতা মেট্রোতে কাজের সুযোগ! কারা আবেদন করতে পারবেন? জানুন খুঁটিনাটি

উপকরণ:

১টি গোটা ফুলকপি

১টি গোটা ক্যাপসিকাম চৌকো টুকরোয় কেটে নেওয়া

১ গাঁট দারচিনি

৩টি লবঙ্গ

১টি ছোট এলাচ

১টি তেজপাতা

১ চা চামচ জিরে

২ টেবিল চামচ গোটা গোলমরিচ

১ চা চামচ ধনে

দেড় গাঁট আদা

৬-৭টি কাঁচা লঙ্কা

৪ টেবিল চামচ টকদই

স্বাদমতো নুন

অল্প চিনি

১ টেবিল চামচ কসুরি মেথি

১ চা চামচ গরম মশলা

১ চা চামচ ঘি

প্রণালী: প্রথমে মিক্সিতে আদা, জিরে, ১ টেবিল চামচ গোটা গোল মরিচ, ধনে, আদা এবং ৩-৪টি কাঁচালঙ্কা দিয়ে ভাল ভাবে বেটে নিন। এরপর তারমধ্যে দই, নুন এবং চিনি মিশিয়ে নিয়ে একটি মিহি মিশ্রণ তৈরি করুন। তারপর ফুলকপি মাঝারি টুকরোয় কেটে নিন। এরপর গরম জলে কয়েক মিনিটের জন্য ভাপিয়ে নিয়ে সাদা তেলে অল্প নুন দিয়ে ভেজে তুলুন। তারপর তেল গরম হলে গোটা গরম মশলা এবং ১ টেবিল চামচ গোটা গোলমরিচ ফোড়ন দিন। তারপর তেলের মধ্যে সমগ্র বাটা মশলা দিয়ে দিন। এবার ভালো করে কষিয়ে নিন। তেল ছেড়ে এলে দিয়ে দিন আগে থেকে ভেজে নেওয়া ফুলকপি, টুকরো করে কাটা ক্যাপসিকাম ও চিরে নেওয়া কাঁচা লঙ্কা। এবার ভাল ভাবে কষিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিন মিনিট কয়েক। তারপর ফুলকপি সেদ্ধ হয়েছে বুঝলে উপর থেকে কসুরি মেথি, ঘি এবং গরম মশলা ছড়িয়ে অল্প নাড়াচাড়া করে আঁচ বন্ধ করুন। তার পরে রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।