শীতের সন্ধ্যা হোক আরও বিশেষ, রাঙালু দিয়ে বানান মুখরোচক এই চাট, প্রণালী রইল

Published on:

Published on:

Recipe make your snacks healthy learn the easy method of making Rangalu Chaat
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকাল পড়লে পরে নানান ধরনের খাবার খাওয়ার ইচ্ছে হয় সকলের। এছাড়াও শীতকালে রাঙা আলু পাওয়া যায়। আর এই আলু শরীরের পক্ষে বেশ স্বাস্থ্যকর। তাই অনেকে এর ভাজা করে খায়। আবার অনেকেই সন্ধ্যেবেলায় চাটপাটা কিছু খাওয়ার জন্য খায় এর চাট। কিভাবে এর চাট বানাবেন আজকের প্রতিবেদনে রইল (Recipe)।

 স্ন্যাকস হোক হেলদি, রাঙালু চাটের সহজ পদ্ধতি জানুন (Recipe)

বাড়িতে যদি বাচ্চাকাচ্চা থেকে থাকে। অথবা হঠাৎ করে যদি অতীতের আগমন হয়। তাহলে কম সময়ের মধ্যে রান্না করতে চাইলে বানিয়ে ফেলতে পারেন এই চাটটি। যা খেতে অসাধারণ হয়। প্রণালী দেখে নিন (Recipe)।

Recipe make your snacks healthy learn the easy method of making Rangalu Chaat

আরও পড়ুন: জনপ্রিয় সংগীতশিল্পী থেকে বিহারের সর্বকনিষ্ঠ বিধায়ক হওয়ার দৌড়! মৈথিলী ঠাকুরের সফর চমকে দেবে

উপকরণ:

রাঙালু সেদ্ধ: ৩-৪টি

ছোলা সেদ্ধ: একমুঠো

অলিভ অয়েল: সামান্য

বিটনুন: পরিমাণমতো

চাটমশলা: আধ চা চামচ

বেদানা: একমুঠো

লেবুর রস: ১ টেবিল চামচ

ধনেপাতা: সাজানোর জন্য

ঝুরিভাজা: সাজানোর জন্য

টক দই: ১ টেবিল চামচ

খেজুরের মিষ্টি চাটনি: ১ টেবিল চামচ

প্রণালী: প্রথমে রাঙালু সেদ্ধ করুন। এবার সেদ্ধ করা রাঙালু ছুরি দিয়ে গোল গোল কেটে নিন। তারপর পাত্রে রাঙালু, ছোলা, বিটনুন, চাটমশলা, লেবুর রস, ধনেপাতা কুচি এবং অলিভ অয়েল ভালো করে মাখিয়ে নিন। তবে খেয়াল রাখবেন, সেদ্ধ আলু যেন ভেঙে না যায়। এবার প্লেটে মশলা মাখানো রাঙালু সাজিয়ে উপর থেকে ফেটানো টক দই, মিষ্টি চাটনি এবং বেদানা ছড়িয়ে নিন। চাইলে আপনি এর ওপর দিয়ে সামান্য ঝুরিভাজাও ছড়িয়ে দিতে পারেন। এরপর সন্ধের এই জলখাবারটি পরিবেশন করুন (Recipe)।