বিস্ময়কর! ২০ লক্ষ ম্যাচ খেলে ৭০০০ এর বেশি উইকেট নিয়ে ৮৫ বছর বয়সে অবসর নিতে চলেছেন এই ক্যারিবিয়ান পেসার।

সিসিল রাইট এই মুহূর্তে এক বিস্ময় নাম। কারণ উনার বয়স হল ৮৫ কিন্তু এখনও উনি বেশ দাপটের সাথে খেলছেন ক্রিকেট। শুধু খেলছেনই না সেই সাথে রান আপ করে অনবরত করে চলেছেন পেস বোলিং। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে উনি বিগত ৬০ বছর ধরে ক্রিকেট খেলছেন মোট ২০ লক্ষের কাছাকাছি ক্রিকেট ম্যাচ খেলেছেন, নিয়েছেন ৭০০০ এর বেশি উইকেট। তবে এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন উনার এই লম্বা ক্রিকেট কেরিয়ারের ইতি টানবেন। তাই আগামী ৭ ই সেপ্টেম্বর উনি কেরিয়ারের শেষ ম্যাচ খেলে অবসর নিতে চলেছেন।

IMG 20190828 135832

ভিভ রিচার্ডস, ফ্রাঙ্ক ওরেল, গ্যারি সোভার্স, ওয়েস হল এর মত ক্রিকেটারদের সাথে উনি খেলেছেন। উনার এই লম্বা ক্রিকেট কেরিয়ারে তেমন কোনো বিশাল রেকর্ড না থাকলেও উনি হচ্ছেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশী বয়সী ক্রিকেটার। প্রথম শ্রেণীর ক্রিকেটে জামাইকার হয়ে ১৯৫৯ সালে উনি উনার ক্রিকেট কেরিয়ার শুরু করেন। তারপর ইংল্যান্ডে এসে উনি পেশাদারি ক্রিকেট খেলা শুরু করেন এবং ইংল্যান্ডের মেয়ে এডিনকে বিয়ে করে সেখানে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন। তারপর আশির দশকের শুরুর দিকে উনি ভিভ রিচার্ডস, ফ্রাঙ্ক ওরেলদের সাথে খেলেছেন।

এক সময় গড়ে প্রতি ২৭ বলে ১ উইকেট নেওয়ার গড়ে উনি পাঁচ মরসুমে মোট ৫৩৮ টি উইকেট নিয়ে বিশাল রেকর্ড করেছিলেন ঘরোয়া ক্রিকেটে। কিন্তু তিনি তার এই অসাধারণ ফিটনেসের রহস্য ফাঁস করেন নি। তবে একটা কথা বলা যেতেই পারে যে উনাকে দেখে বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা অনেকেই অনুপ্রেরণা পাবে।


Udayan Biswas

সম্পর্কিত খবর