বড়সড় ক্ষতির মুখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া! সমস্যায় পড়তে পারেন গ্রাহকরাও

বাংলা হান্ট ডেস্ক : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)। বিগত সময়ে রিলায়েন্স (Reliance) থেকে টাটা (Tata) সবাইকে পিছনে ফেলে সর্বোচ্চ লাভজনক সংস্থায় পরিণত হয়। অর্থাৎ বাকি সমস্ত কোম্পানির সাথে টক্করে সবচেয়ে বেশি মুনাফা অর্জন করে স্টেট ব্যাংক। কিন্তু সেপ্টেম্বর ত্রৈমাসিকের ফলাফল খুব একটা সুখকর নয় তাদের জন্য।

প্রথম ত্রৈমাসিকে ব্যাংকটি দারুণ মুনাফা অর্জন করে। 17 হাজার কোটি টাকার রেকর্ড আয় কামায় SBI। কিন্তু দ্বিতীয় ত্রৈমাসিকে সেখানে বড় ঘাটা এসেছে। মাত্র 14,330 কোটি টাকার নিট মুনাফা আয় করতে পারে তারা। এই পরিসংখ্যান বেশ আশ্চর্যজনক, কারণ প্রত্যাশিত ছিল যে SBI তৃতীয় ত্রৈমাসিকে বিপুল লাভ করবে। কিন্তু চলতি প্রান্তিকের কম মুনাফাই বলে দিচ্ছে ব্যাংকের অভ্যন্তরীণ অবস্থার হাল হকিকত।

যদিও বিগত বছরের সাথে তুলনা করলে ফলাফল এখনো বেশ লাভজনক। কারণ গত বছরের দ্বিতীয় প্রান্তিকের এবং চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের মধ্যে তুলনা করলে দেখা যায় যে, SBI এর মুনাফা বেড়েছে 8%! শুধু তাই না, একই সঙ্গে সুদ থেকেও ব্যাংকের আয়ও বেড়েছে অনেকখানি।

আরও পড়ুন : বিনামূল্যে রেশনের ঘোষণা করার জের, বেঁকে বসল তৃণমূল! মোদীর বিরুদ্ধে নালিশ

d3ffecfe ba3e 11eb b2e0 990fd466194c 1628063694293 1628138938853

যদিও দ্বিতীয় ত্রৈমাসিক আয় কমার কারণে একটি ধাক্কা পেতে পারেন গ্রাহকরা। কারণ আসন্ন ইংরাজি নতুন বছরে SBI নানান অফার দিতে পারতো, যা এখন অসম্ভব বলেই প্রতিপন্ন হচ্ছে। বিষয়টি সম্পর্কে নতুন বছরই পুরোপুরি জানা সম্ভব হবে। এদিকে রিপোর্ট আসার পর শেয়ারবাজারে SBI এর কিছুটা নিচের দিকেই যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু সেজন্য সোমবার বাজার খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর