এবার পুজোয় রেকর্ড মদ বিক্রি বাংলায়, বিপুল লক্ষ্মীলাভ পশ্চিমবঙ্গ সরকারের! আয়ের পরিমাণ চমকে দেবে

বাংলা হান্ট ডেস্ক: পুজোর দিনগুলিতে এবছর রেকর্ড মদ (Liquor) বিক্রি রাজ্যে (West Bengal)। পাঁচ দিনে রেকর্ড লক্ষ্মীলাভ সরকারের। আবগারি দপ্তর সূত্রে খবর, এবার পুজোর পাঁচ দিনে প্রায় ৬০০ কোটি (600 Crores) টাকা আয় হয়েছে রাজ্যের।

বিগত কয়েক বছরের মতো এবছরেও ‘ড্রাই ডে’ (Dry Day) ছিল না। আবগারি দফতর (Excise Department) জানাচ্ছে, ষষ্ঠীতেই রাজ্যে ৫ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে। সপ্তমীতে বিক্রি হয়েছে ১৫০ কোটি টাকার। আর এই মদ বিক্রিতে রেকর্ড করেছে নবমী। ওই দিন রাজ্যে মদ বিক্রি হয়েছে ২০০ কোটিরও বেশি। পাঁচ দিনের মোট আয় হয়েছে ৬০০ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।

যদিও কলকাতার (Kolkata) চেয়ে বেশি মদ বিক্রি হয়েছে জেলায়। এই মদ বিক্রিতে সবচেয়ে বেশি টাকা উঠেছে পূর্ব মেদিনীপুরে (East Medinipur)। সেখানে ৩০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

উল্লেখ্য, আগে ‘ড্রাই ডে’ থাকত। কিন্তু বিগত কয়েক বছর ধরে এখন আর পুজোর সময় ‘ড্রাই ডে’ নেই। সেই কারণেই পুজোর সবদিনই খোলা থাকে মদের দোকান। যার জেরে রমরমিয়ে চলে বিক্রি। সেই সঙ্গে সরকারের কোষাগার পূর্ণ হয়।

liquor puja

পুজো যেতেই সকলেই একটি খবর পেতে আগ্রহে বসে থাকেন। জানতে চান, এবছরে পুজোয় কত টাকার মদ বিক্রি হয়েছে রাজ্যে। এবার এই পরিসংখ্যান সামনে এল। এবছরে মদ বিক্রিতে রেকর্ড করেছে বাংলা। ৬০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে রাজ্যজুড়ে। এই খবর পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত সুরাপ্রেমীরা।

তবে শুধু এই পাঁচ দিনের পরিসংখ্যান দেখলেই হবে না। গোটা অক্টোবর (October) মাসের পরিসংখ্যান ধরলে চোখ রীতিমতো চোখ কপালে উঠবে! এই মাসে প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি মদ বিক্রি হয়েছে রাজ্যে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর