GST-র হারে সংশোধনের পরই নবরাত্রি জুড়ে জমিয়ে কেনাকাটা! তৈরি হল নয়া রেকর্ড

Published on:

Published on:

Record set in Navratri sales after revision in GST rates.

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে উৎসবের মরশুমের ঠিক প্রাক্কালেই লাগু হয়েছে GST-র সংশোধিত হার। এই আবহেই ভারতের শীর্ষস্থানীয় প্রস্তুতকারী সংস্থা এবং খুচরো বিক্রেতারা এক দশকেরও বেশি সময়ের মধ্যে নবরাত্রিতে (Navratri Sales) সর্বোচ্চ বিক্রি পরিলক্ষিত করেছেন। যার মূল কারণ হল GST-র সংশোধিত হারের ফলে জিনিসপত্রের মূল্য কমে যাওয়া। এর ফলে মানুষের কেনাকাটার আগ্রহ বেড়েছে। যা উৎসবের মরশুমের প্রথম পর্বেই রেকর্ড তৈরি করেছে এবং দীপাবলির আগে কেনাকাটার পরিবেশকে আরও শক্তিশালী করেছে।

নবরাত্রিতে (Navratri Sales) জমিয়ে কেনাকাটা:

গাড়ি বিক্রির ক্ষেত্রে উর্ধ্বগতি: জানিয়ে রাখি যে, মারুতি সুজুকির মতো প্রধান গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি নবরাত্রিতে (Navratri Sales) তাদের গাড়ি বিক্রি দ্বিগুণ হওয়ার কথা জানিয়েছে। নবরাত্রিতে কোম্পানিটি ৭০০,০০০-এরও বেশি গ্রাহকের জিজ্ঞাসা এবং ১,৫০০,০০০ এরও বেশি গাড়ি বুকিং পেয়েছে। যেটি গত বছরের তুলনায় অনেক বেশি। গত বছর এই সংখ্যা ছিল ৮৫,০০০। এদিকে, মাহিন্দ্রা এবং হুন্ডাইয়ের মতো কোম্পানিগুলির ক্ষেত্রেও উৎসবের মরশুমে বিক্রিতে বিশাল বৃদ্ধি পরিলক্ষিত করেছে। বিশেষ করে হুন্ডাইয়ের SUV মডেল ক্রেটা এবং ভেন্যু বাজারে তাদের চাহিদা বাড়িয়েছে।

Record set in Navratri sales after revision in GST rates.

ইলেকট্রনিক্স বিক্রিতেও বৃদ্ধি: কনজিউমার ইলেকট্রনিক্স বিক্রিতেও (Navratri Sales) উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। এলজি থেকে শুরু করে হায়ার এবং গোদরেজ-এর মতো প্রধান ব্র্যান্ডগুলির বিক্রি গত বছরের তুলনায় এই নবরাত্রিতে ২০ শতাংশ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি GST হারে হ্রাস এবং গ্রাহকদের জন্য কোম্পানিগুলির অতিরিক্ত অফারের কারণে হায়ার ইন্ডিয়ায় ২.৫ লক্ষ টাকার বেশি দামের বড় স্ক্রিন টিভি এবং অন্যান্য গৃহস্থালী যন্ত্রপাতির বিক্রি বেড়েছে।

আরও পড়ুন: পিছিয়ে পড়ল ব্রিটেন-আমেরিকাও! বিশ্বের সবথেকে সস্তার ডেটা সেন্টারে পরিণত হচ্ছে ভারত

GST হার কমানোর প্রভাব: জানিয়ে রাখি যে, গত সেপ্টেম্বরের শেষের দিকে সরকার বেশ কয়েকটি প্রয়োজনীয় পণ্যের ওপর GST-র হার কমিয়েছে। যার ফলে পণ্যের দাম কমেছে (Navratri Sales)। কোম্পানিগুলি এই হ্রাসের সুবিধা সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দিয়েছে। এর ফলে ক্রয় বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: সচিনের একটি পরামর্শেই বদলে গিয়েছে গিলের টেস্ট কেরিয়ার! কী বলেছিলেন “ক্রিকেটের ঈশ্বর”?

এই প্রসঙ্গে মারুতি সুজুকির মার্কেটিং হেড জানিয়েছেন যে, এই বছর ছোট গাড়ি, SUV এবং মাল্টিপারপাস ভেহিক্যালের বুকিং ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। রিলায়েন্স রিটেইল এবং বিজয় সেলসের মতো রিটেল সংস্থাগুলির ক্ষেত্রেও নবরাত্রিতে (Navratri Sales) বিক্রি যথাক্রমে ২০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।