প্রচুর শূন্যপদ! এবার এই ব্যাঙ্কে কর্মী নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক বছরই রাজ্যে তথা দেশে হু হু করে বাড়ছে বেকারের সংখ্যা। হাজার হাজার শিক্ষিত ছেলে মেয়ে উপযুক্ত সংস্থায় নিয়োগের (Recruitment) আশায় দিন গুনছেন। ফলে আজকের দিনে দাঁড়িয়ে সরকারি চাকরি পাওয়া তো রীতিমতো ভাগ্যের ব্যাপার হয়ে গিয়েছে। আর সেই চাকরি যদি হয় ব্যাঙ্কে, তাহলে তো এক্কেবারে সোনায় সোহাগা।

জনপ্রিয় ব্যাঙ্কে কর্মী নিয়োগ (Recruitment)

ইতিমধ্যেই, এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে নিয়োগ (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, নিযুক্ত কর্মীরা কাজ করতে পারবেন জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড ১ স্কেলে। একাধিক শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নিশ্চয়ই ভাবছেন কোন ব্যাঙ্কের তরফ এই বিজ্ঞপ্তি জারি হয়েছে?

আরোও পড়ুন : ক্লাসরুমের মধ্যেই ছাত্রকে “বিয়ে”! ভিডিও ভাইরাল হতেই “আসল সত্যি” সামনে আনলেন অধ্যাপিকা

আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল। সূত্রের খবর, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (Central Bank of India) (সিবিআই) প্রচুর কর্মখালি রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ২৬৬ শূন্যপদে জোন বেসড অফিসার নিয়োগ করা হবে। নিয়োগের পর প্রথম দু বছর তাদের ‘প্রবেশন’ পিরিয়ড চলবে। এরপর তাদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।

আরোও পড়ুন : ফের নয়া ভিলেনের এন্ট্রি, শেষ হয়েও হচ্ছে না জলসার এই মেগা

ব্যাঙ্কের এই চাকরির (Job) জন্য আবেদনকরীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। তবে সংরক্ষিতদের জন্য মিলবে বিশেষ ছাড়। মাসে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা হবে কর্মীদের বেতন। কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক কিংবা ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি থাকলেই মিলবে আবেদন করার সুযোগ। এছাড়াও এক থেকে তিন বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকাও বাধ্যতামূলক।

Recruitment in a famous Bank

দেশের বিভিন্ন প্রান্তে মার্চ মাসে পরীক্ষার আয়োজন করা হবে। অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করেই সংশ্লিষ্ট পদের জন্য লোক নেওয়া হবে। আগামী ৯ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। ওই দিনের আগেই ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। অসংরক্ষিত এবং সংরক্ষিতদের জন্য আবেদনমূল্য যথাক্রমে ১৭৫ টাকা এবং ৮৫০ টাকা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X