বাংলাহান্ট ডেস্ক : আপনি কি সরকারি চাকরির সন্ধান করছেন? চাকরি প্রার্থীদের জন্য উৎসবের মরশুমে দারুন খবর পাওয়া যাচ্ছে। বেশকিছু টেকনিক্যাল পদে নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য ও সরবরাহ বিভাগের ‘খাদ্যশ্রী ভবন’। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।
খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ (Recruitment)
খাদ্য দপ্তরের তরফে কর্মী নিয়োগ (Recruitment) হতে চলেছে ৩টি পদে। আধুনিক প্রযুক্তি নির্ভরতায় কাজের সুযোগ করে দিচ্ছে খাদ্য দপ্তর। ইচ্ছুক প্রার্থীদের জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রতিবেদনে আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা : খাদ্য ও সরবরাহ বিভাগের ‘খাদ্যশ্রী ভবন’
পদের নাম : ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল ও সফটওয়্যার ডেভেলপার পদে নিয়োগ (Recruitment) করা হবে।
আরোও পড়ুন : ক্যামেরা দেখলেই তেড়ে আসে! হাতের বাইরে তৈমুর, ছেলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন সইফ, চমকে উঠবেন শুনলে!
শিক্ষাগত যোগ্যতা : ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এবং সফটওয়্যার ডেভেলপার পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার্স (MCA) অথবা আইটি/বিএসসি/বিটেক ডিগ্রি অথবা কম্পিউটার সাইন্সে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (BE) ডিগ্রি থাকতে হবে। সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর থাকতে হবে কম্পিউটার সাইন্সে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (BE) অথবা ব্যাচেলর অফ টেকনোলজি (B.Tech) ডিগ্রি।
বেতন : ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে প্রতি মাসে ৪০,০০০ টাকা, সফটওয়্যার ডেভেলপার পদে প্রতি মাসে ৩৩,০০০ টাকা ও সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল পদে প্রতি মাসে ২১,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : প্রার্থীদের অনলাইনে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। সেখানে নির্দিষ্ট লিংকে ক্লিক করে Apply Now অপশন বেছে নিতে হবে। মোবাইল নম্বর ইনপুট করার পর OTP দিয়ে করতে হবে ভেরিফিকেশন। আবেদন পত্র পূরণ করে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথি।
আবেদন জানানোর শেষ তারিখ : ২৪ অক্টোবর ২০২৪