দুর্দান্ত খবর! কর্মখালি এবার জাদুঘরে! আবেদন করতে কী যোগ্যতা লাগবে দেখুন

বাংলাহান্ট ডেস্ক : আজকাল সরকারি সংস্থায় কাজ করার জন্য অনেকেই মুখিয়ে থাকেন। তবে সরকারি সংস্থায় কাজের চাহিদার থেকে যোগান বেশি হয়ে যাওয়ায় অনেকটাই বেড়ে গেছে প্রতিযোগিতা। তবে আজকাল অনেক রাজ্য ও কেন্দ্রীয় সরকারি সংস্থায় চুক্তি ভিক্তিতেও নিয়োগ (Recruitment) করা হয়ে থাকে। সরকারের অধীনে থাকা বিভিন্ন সংস্থায় মাঝে মধ্যেই এই নিয়োগ হয়। এবার কলকাতার ঐতিহ্যশালী ভারতীয় জাদুঘরে (Indian Museum) নিয়োগ (Recruitment) হবে একটি পদে।

কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে।

সুখবর চাকরি প্রার্থীদের জন্য। ভারতীয় জাদুঘরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির ভিত্তিতে কনসালট্যান্ট পদে এই নিয়োগ হবে। অনূর্ধ্ব ৬৫ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। মোট ২টি শূন্যপদে এই নিয়োগ করা হবে।

আরোও পড়ুন : ছেলেদের জন্য সুখবর! এবার ১০,০০০ টাকা দেবে সরকার! খুশির হাওয়া রাজ্যে

এই পদে নিয়োগ করা হবে যারা সরকারি কিংবা সরকার পোষিত স্বশাসিত সংস্থায় অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সেকশন অফিসার, আন্ডার সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, ডিরেক্টর হিসাবে কাজ করেছেন এবং অবসর গ্রহণ করেছেন।

আরোও পড়ুন : পাত্তা পেল না চীন! এশিয়ার ‘টপ টেন’ ধনীদের তালিকায় কাঁপাচ্ছেন ভারতীয়রাই! লিস্ট দেখুন

নিযুক্তদের কনসালট্যান্ট হিসাবে কাজ করতে হবে জাদুঘরের কনজ়ারভেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে। প্রতিমাসে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী দেওয়া হবে সাম্মানিক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা আগে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটর এবং কিউরেটর কিংবা কনজ়ারভেটর হিসাবে কাজ করেছেন তারা এই পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

job employment 660 271119043143

 

যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের সংস্থার অফিসে গিয়ে আবেদন পত্র জমা দিতে হবে। এছাড়াও ডাকযোগে আবেদন করা যাবে। আবেদন পত্র জমা দেওয়া যাবে ৯ই আগস্ট পর্যন্ত। এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো জানার জন্য মূল বিজ্ঞপ্তি পড়ুন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর