অজস্র শূন্যপদে নিয়োগ, হাতছানি দিচ্ছে রেল চাকরির সুবর্ণ সুযোগ! এভাবে করুন আবেদন

বাংলাহান্ট ডেস্ক : কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হল নর্দান রেলওয়ের পক্ষ থেকে। দিল্লিতে ভারতীয় রেলের (Indian Railways) শূন্য পদে এই নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। এই পদে নিয়োগ হবে চলতি বছরের গেট স্কোরের উপর ভিত্তি করে।

•নোটিশ নং- 754-E/Tech.Staff/Const./Contractual Rectt./2023

   

১.পদের নাম: সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (Civil) / Senior Technical Associate (Civil Engineering)

মোট শূন্য পদ- ৬০টি

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য প্রার্থীর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিটেক থাকতে হবে।

২. পদের নাম- সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (Electrical) / Senior Technical Associate (Electrical Engineering)

মোট শূন্য পদ: ২০টি

শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিটেক ডিগ্রী

আরোও পড়ুন : ফের প্রকাশ্যে এল তাক লাগানো ২টি ভিডিও! মাটি ছোঁয়ার আগেই সাড়া জাগানো মুহুর্ত চন্দ্রযান ৩’র

৩. পদের নাম- সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (Signal & Telecom Department) / Senior Technical Associate (Signal & Telecom Department)

মোট শূন্য পদ- ১৩টি

শিক্ষাগত যোগ্যতা- Electrical / Electronics/ Information Technology/ Communication Engineering বিভাগে বিটেক বিক্রি থাকতে হবে।

আরোও পড়ুন : খুলে গেল ভাগ্য, এবার বাংলার বুকেই তৈরি হবে অ্যাডভান্স বন্দে ভারত! অর্ডার এল এতগুলি ট্রেনের …

বয়স সীমা- ২০ থেকে ৩৪ বছর বয়সী প্রার্থীরা উপরের পদগুলির জন্য আবেদন করতে পারবেন। OBC প্রার্থীরা তিন বছর ও SC/ST প্রার্থীরা পাঁচ বছর ছাড় পাবেন বয়সের ক্ষেত্রে।

মাসিক বেতন- বেতন হবে পদের উপর নির্ভর করে। ‘Z’ Class এ 32,000 টাকা, ‘Y’ Class এ 34,000 টাকা এবং ‘X’ Class এ 37,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

West Bengal Job Notice

 

নির্বাচন পদ্ধতি– পদগুলিতে প্রার্থী নির্বাচন হবে ২০২৩ সালের GATE পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।

আবেদন পদ্ধতি– ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে www.nr.indianrailways.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এই ওয়েবসাইটে আবেদন পত্র ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস ও আবেদনমূল্য প্রদান করতে হবে। এক্ষেত্রে আবেদন মূল্য বাবদ প্রার্থীদের দিতে হবে ১০০ টাকা।

আবেদনের শেষ তারিখ– 28.08.2023

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর