সুখবর! এবার এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজের সুযোগ, জারি হল বিজ্ঞপ্তি, কীভাবে করবেন আবেদন?

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য তথা সারাদেশে বেকারের সংখ্যা যেন ঊর্ধ্বমুখী। বহু মেধাবী ছাত্র-ছাত্রী শুধুমাত্র একটা ভালো চাকরির আশায় হাপিত্যেশ করে বসে আছে বছরের পর বছর। এই আবহে এবার সুখবর এল চাকরিপ্রার্থীদের জন্য। ফের একবার শিক্ষানবিশ নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করল একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ (Recruitment) করতে চলেছে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড। ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে বেঙ্গালুরুতে কাজ করতে হবে প্রার্থীদের।

চাকরি মিলবে বেকারদের (Recruitment)

কারা পাবেন প্রশিক্ষণের সুযোগ: বিজ্ঞপ্তি অনুযায়ী কর্ণাটকের স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) থেকে  ক্রাফ্টসম্যান ট্রেনিং সম্পন্ন করেছেন এমন প্রার্থীরা এই প্রশিক্ষণ (Training) করতে পারবেন।

কোন কোন পদে প্রশিক্ষণ দেওয়া হবে: ফিটার, টার্নার, মেকানিস্ট, সিওপিএ, কার্পেন্টার, ফাউন্ড্রি ম্যান, শিট মেটাল ওয়ার্কার, টুল অ্যান্ড ডাই মেকার, সিএনসি প্রোগ্রামার কাম অপারেটর ট্রেডে প্রার্থীদের প্রশিক্ষণ দেবে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited)।

Recruitment in this popular organisation

মাসিক ভাতা: প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে ভাতার ব্যবস্থাও করা হয়েছে প্রার্থীদের জন্য। ৭০০০ টাকা থেকে ৭,৭০০ টাকা পর্যন্ত মাসিক স্টাইপেন্ড পাবেন প্রার্থীরা।

প্রশিক্ষণের সময়সীমা: উল্লেখিত পদগুলিতে প্রার্থীদের ১ বছর ধরে প্রশিক্ষণ প্রদান করা হবে বেঙ্গালুরুতে।

আরোও পড়ুন : আদালতে বিচারাধীন মামলা! এরই মাঝে ট্রাম তুলে দিতে কি করছে প্রশাসন? অভিযোগ

আবেদন পদ্ধতি: এই প্রশিক্ষণ শিবিরে যারা অংশ নিতে ইচ্ছুক তাদের ডাকযোগে আবেদন পত্র পাঠাতে হবে। আবেদন পত্রের সাথে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রও পাঠাতে হবে প্রার্থীদের। এই প্রশিক্ষণ সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করতে পারেন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।

Recruitment in this popular organisation

 

আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীরা ২৫ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত আবেদন পত্র পাঠাতে পারবেন ডাকযোগে। এই প্রশিক্ষণের জন্য মনোনীত হলে প্রার্থীদের ডাকযোগে সেই বিষয়ে জানানো হবে। ডাকযোগের মাধ্যমেই মনোনীত প্রার্থীরা পাবেন প্রশিক্ষনে যোগ দেওয়ার চিঠি। আবেদনের ধরন ও নিয়োগ (Recruitment) সংক্রান্ত অন্যান্য বিস্তারিত জানার জন্য হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর