চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ করছে রেল, এভাবে করুন আবেদন

Published on:

Published on:

Recruitment job opportunity in the indian railways.

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি বড় সুসংবাদ সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার রেলে বিপুল পদে কর্মী নিয়োগ (Recruitment) হতে চলেছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিও। মূলত, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান গ্রেড I এবং III পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ (Recruitment) করছে রেল:

শূন্যপদের সংখ্যা: জানা গিয়েছে যে, মোট ৬,১৮০টি শূন্যপদ (Recruitment) রয়েছে। যার মধ্যে টেকনিশিয়ান গ্রেড III-তে শূন্যপদের সংখ্যা হল ৬,০০০। পাশাপাশি, ১৮০ টি পদ গ্রেড I-এর জন্য রয়েছে।

Recruitment job opportunity in the indian railways.

শিক্ষাগত যোগ্যতা: জানিয়ে রাখি যে, টেকনিশিয়ান গ্রেড I (সিগন্যাল)- পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং-এ BE/B.Tech, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অথবা B.Sc ডিগ্রি থাকতে হবে। অপরদিকে, টেকনিশিয়ান গ্রেড-III পদের জন্য ইচ্ছুক আবেদনকারীদের (Recruitment) দশম শ্রেণি পাশ করার পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে ITI যোগ্যতা থাকতে হবে।

আরও পড়ুন: T20-তে তৈরি হল ইতিহাস! দুর্ধর্ষ নজির গড়ল ভারতের মহিলা ক্রিকেট দল

বেতন: এবারে আসি সংশ্লিষ্ট পদগুলিতে বেতনের প্রসঙ্গে। গ্রেড I (সিগন্যাল) পদের জন্য নির্বাচিত প্রার্থীরা পাবেন ২৯,২০০ টাকা বেতন পাবেন। অন্যদিকে, টেকনিশিয়ান গ্রেড III পদে নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৯,৯০০ টাকা বেতন পাবেন। এর পাশাপাশি থাকবে মেডিক্যাল সুবিধাসহ রেল প্রদত্ত অন্যান্য ভাতা।

আবেদন পদ্ধতি: এক্ষেত্রে আবেদনে (Recruitment) ইচ্ছুক প্রার্থীদের RRB-র অফিসিয়াল ওয়েবসাইট rrbcdg.gov.in -এ গিয়ে হোমপেজে দেওয়া “RRB Technician Recruitment 2025” লিংকে ক্লিক করতে হবে। তারপরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সর্ম্পূণ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তারপরে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে।

আরও পড়ুন: জোর বিপাকে মদন মিত্র? কসবা কাণ্ডে বেফাঁস মন্তব্যের পরেই কড়া পদক্ষেপ তৃণমূলের

নির্বাচন পদ্ধতি: জানিয়ে রাখি যে, RRB টেকনিশিয়ান পদের জন্য নির্বাচনের প্রক্রিয়ায় প্রথমে সম্পন্ন হবে CBT (কম্পিউটার বেসড টেস্ট)। ওই পরীক্ষায় পাশ করার পর প্রার্থীদের মেডিক্যাল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া সম্পন্ন হবে। ওই পরীক্ষায় সফল প্রার্থীরাই পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবেন। পাশাপাশি, পরীক্ষার জন্য প্রত্যেক রেজিস্টার্ড প্রার্থীদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে বলেও জানা গিয়েছে।

আবেদনের শেষ তারিখ: প্রসঙ্গত উল্লেখ্য যে, এক্ষেত্রে আবেদনের (Recruitment) প্রক্রিয়া গত ২৮ জুন ২০২৫ থেকে শুরু হয়ে গিয়েছে। যেটি চলবে আগামী ২৮ জুলাই, ২০২৫ পর্যন্ত।