চাকরির ঝুলি খুললেন মমতা! দমকলে হাজারেরও বেশি কর্মী নিয়োগের ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

বাংলাহান্ট ডেস্ক : বছর শেষে কর্মপ্রার্থীদের জন্য বড় সুখবর। ফের একবার নিয়োগ হতে চলেছে সরকারি দপ্তরে। রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিল নতুন নিয়োগের প্রস্তাবে। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বুধবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দমকল বিভাগে এক হাজার পদে নিয়োগের প্রস্তাব আনা হয়।

তিন হাজারটি শূন্য ফায়ার অপারেটর পদ রয়েছে দমকল বিভাগে। প্রথম পর্যায়ে তিন হাজারের মধ্যে এক হাজার শূন্য পদে নিয়োগ করা হতে পারে। রাজ্য মন্ত্রিসভা দমকল বিভাগের এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। আলাদা কোনও দপ্তর বা বোর্ড হয় না দমকল বিভাগে নিয়োগের ক্ষেত্রে। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই দপ্তরে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়।

আরোও পড়ুন : রবার্টকে নিয়ে তোলপাড় ফেসবুক! ক্ষমাপ্রার্থী সকলেই, অভিশপ্ত পুতুলের কাহিনী জানলে হাড়হিম হয়ে যাবে

সূত্রের খবর এবারও দমকল দপ্তরের শূন্য পদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করবে পাবলিক সার্ভিস কমিশন। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়ার পর দমকল দপ্তরের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হবে পাবলিক সার্ভিস কমিশনকে। তারপর কমিশনের পক্ষ থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।

আরোও পড়ুন : গঙ্গাসাগরের মেলায় নজরদারি চালাবে ISRO! পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

পাবলিক সার্ভিস কমিশন চলতি বছরেও দমকল দপ্তরে শূন্য পদের জন্য পরীক্ষা নেয়। ১৪৫২টি শূন্য পদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করা হয়। নতুন এই শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে পারে খুব শীঘ্রই। জানা যাচ্ছে এই পদে আবেদনের জন্য নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। ফলে, চাকরিপ্রার্থীদের সুযোগ সামনেই চলে এল।

fire3 2

১৮ থেকে ২৭ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য হবেন। তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীদের জন্য ৫ বছর আর অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ৩ বছর বয়সের ছাড় দেওয়া হবে আইন অনুযায়ী। ৫৪০০ টাকা থেকে ২৫২০০ টাকা হবে পে স্কেল। ২৬০০ টাকা গ্রেড পে থাকবে সেই সাথে। তাই , আগ্রহীরা দেরি না করে ঝটপট আবেদন করলেই লাভবান হবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর