বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারি দপ্তরের ফের একবার নিয়োগ হবে। প্রায় এক লক্ষ তিরিশ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে (CRPF) । এই নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। মোট নিয়োগ হবে ১ লক্ষ ২৯ হাজার ৯২৯টি পদে। এগুলির মধ্যে পুরুষদের জন্য রয়েছে ১ লক্ষ ২৫ হাজার ২৬২টি ও মহিলাদের জন্য রয়েছে ৪ হাজার ৬৬৭টি পদ।
এই পদে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। এই নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে না নেপাল ও ভুটানের বাসিন্দাদের। এই পদে চাকরির জন্য আবেদন করতে পারেন crpf.gov.in – এই ওয়েবসাইটে।
পদের নাম: কনস্টেবল
বয়স সীমা: ২৮-২৩ বছরের মধ্যে। SC/ST রা বয়সের ক্ষেত্রে পাঁচ বছর ছাড় পাবেন। OBC প্রার্থীদের তিন বছর বয়সের ছাড় দেওয়া হবে।
যোগ্যতা: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস। এরপর শারীরিক পরীক্ষা ও লিখিত পরীক্ষার মধ্যে দিয়ে বাছাই করা হবে প্রার্থী।
বেতন: মাসিক ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকা পর্যন্ত।
কীভাবে আবেদন করা যাবে: crpf.gov.in– এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে রিক্রুটমেন্ট ট্যাবে। এরপর CRPF Constable recruitment – এ ক্লিক করতে হবে। এরপর বিস্তারিত নথি প্রদান করার পর করতে হবে পেমেন্ট। তারপর আবেদন পত্র সাবমিট বটন এ ক্লিক করে জমা দিতে হবে। সবশেষে কনফার্মেশন কাগজ ডাউনলোড করে রেখে দিন আপনার কাছে।