দীর্ঘদিন ধরে অসুস্থ! আচমকাই অজ্ঞান হয়ে গেলেন কালীঘাটের কাকু! হঠাৎ কী হল?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) ওরফে কালীঘাটের কাকু (Kalighater Kaku)। এরপর থেকে জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটছে তাঁর। এদিকে দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। এবার জানা গেল, আচমকাই সংজ্ঞা হারিয়েছেন ‘কাকু’। ইতিমধ্যেই তাঁকে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আচমকা কী হল কালীঘাটের কাকুর (Kalighater Kaku)?

বিগত বেশ কিছুটা সময় ধরেই শরীর ভালো নেই সুজয়কৃষ্ণ ভদ্রর। জেল হেফাজতেই ‘কাকু’র চিকিৎসা চলছিল। দীর্ঘদিন সেখানে ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণেই বহুবার আদালতের নির্দেশ সত্ত্বেও সশরীরে হাজিরা দিতে পারেননি। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এবার জানা গেল, আচমকাই সংজ্ঞা হারিয়েছেন তিনি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জেল সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, সোমবার সকালে আচমকাই জ্ঞান হারান কালীঘাটের কাকু। হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। মনে করা হচ্ছে, সেই বিষয়ক অসুস্থতার জেরেই এদিন আচমকা অজ্ঞান হয়ে যান সুজয়কৃষ্ণ। ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বছরের শেষ দিনে কমবে তাপমাত্রা! ১ জানুয়ারি কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল তাজা আপডেট

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই মামলায় নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের। এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত হলেন কালীঘাটের কাকু। ইতিমধ্যেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করেছে ইডি (Enforcement Directorate)। সোমবার বিচারভবনে সেই মামলার শুনানি রয়েছে। এদিন বিচারকের নির্দেশ দেওয়ার কথা। তবে তার আগেই জেলের মধ্যে জ্ঞান হারালেন সুজয়কৃষ্ণ।

Kalighater Kaku

জানা যাচ্ছে, কালীঘাটের কাকুর আইনজীবী তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন। সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়েছে। পাশাপাশি এর আগে ওখানে তাঁর চিকিৎসাও হয়েছে। এই বিষয়ে ইডি কোনও আপত্তি জানায়নি। তবে সুজয়কৃষ্ণর সুরক্ষার বিষয়টি দেখতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এরপর ঠিক করা হয়, চিকিৎসার দরকারে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে কালীঘাটের কাকুকে (Kalighater Kaku) আলিপুরের ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আদালতের নির্দেশ, কলকাতা পুলিশ নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি দেখবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর