জেলে একই সাথে অসুস্থ পার্থ-অর্পিতা! হবে এক্স-রে, স্ক্যান… কি হল দুজনার?

বাংলা হান্ট ডেস্কঃ অসুস্থ নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)৷ বহুদিন তার চিকিৎসা চলছে জেলে তবে তাতেও লাভ হচ্ছেনা বলে মঙ্গলবার আদালতে জানান অর্পিতা। অর্পিতার আইনজীবী আদালতে দাবি করেন, পুরোপুরি সুস্থ হতে তার মক্কেলের আরও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে।

গতকাল বিচার ভবনে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইডির মামলার শুনানি ছিল৷ শুনানিতে সশরীরে উপস্থিত ছিলেন মানিক ভট্টাচার্য। ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়৷

অর্পিতার আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য আদালতে জানান, চিকিৎসার জন্য তার মক্কেল অর্পিতাকে কোনও ভাল বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। বেসরকারি না হলে সেটা কম্যান্ড হাসপাতালও হতে পারে। সেখানেও চিকিৎসা করালেও তাদের আপত্তি নেই।

বিচারক অর্পিতার জেলে চিকিৎসার নথিপত্র দেখে বুঝতে পারেন অর্পিতার এক্স-রে এবং স্ক্যানের প্রয়োজনীয়তা রয়েছে৷ এরপরেই বিষয়টি নিয়ে জেল কর্তৃপক্ষের আগামী সপ্তাহের মধ্যেই সেই পরীক্ষা করানোর নির্দেশ দেন। আদালতে অর্পিতার সুচিকিৎসা আবেদন করেন তার আইনজীবী। এই প্রেক্ষিতেই জেল কর্তৃপক্ষকে তাদের দায়িত্বের কথা মনে করান বিচারক।

আরও পড়ুন: হঠাৎ জারি হলুদ সতর্কতা! আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় টানা বৃষ্টি: আবহাওয়ার খবর

বিচার ভবনে উপস্থিত থাকা জেল কর্তৃপক্ষের প্রতিনিধিকে বিচারক বলেন, ‘‘ জেলে আপনারাই ওর অবিভাবক। আপনাদের উদ্যোগ নিয়ে যেন কোনও সন্দেহ না থাকে। উনি যেন বুঝতে পারেন যে ওনার সুচিকিৎসা হচ্ছে। যত দ্রুত সম্ভব চিকিৎসা করাতে হবে। আপনারা তো চিকিৎসার জন্য তো এসএসকেএমে পাঠান। রাজ্যের বেস্ট সুপার স্পেশালিটি হাসপাতাল।’’

partha arpita

বিচারকের প্রশ্নে অর্পিতা বলেন, “আমার শরীর ভাল নেই৷” ওদিকে শুনানিতে উপস্থিত পার্থ চট্টোপাধ্যায়ও নিজের শারীরিক অবস্থার কথা জানান। এরপরই বিচারক বলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে জেল কর্তৃপক্ষ আছেন? ওনার হেলথ ইস্যু রয়েছে। ট্রিটমেন্ট জন্য অর্ডার হয়ে গিয়েছে। ট্রিটমেন্টঠিক মত করানোর ব্যবস্থা করবেন।’’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর